বৃষ্টি বিপর্যস্ত মুম্বই, নেমে আসতে পারে বিপদ, উদ্বিগ্ন বলি সেলেবরা
ওয়েব ডেস্ক : টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। ২০০৫ সালের পর এমন বৃষ্টি বোধহয় আর দেখেনি মুম্বইবাসী। প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে বৃহন্মুম্বই পুরসভা। বাতিল বহু ট্রেন। রাস্তা ঘাট সবই জলের তলায়। সমুদ্র উথলে উঠলে বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবমিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় বাড়ছে ট্রাফিক জ্যামও। যার ভুক্তভোগী বলিউড সেলেবরাও। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকারাও। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালানোর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা নীল নিতিন মুকেশ। ক্যাপশনে সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালানোর তুলনা টেনেছেন অভিনেতা।
পাশাপাশি টানা বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন আরও অনেকেই। সকলকে সুরক্ষিত থাকতে বলেছে অভিনেত্রী গুল পনাগ। দীপিকা পাড়ুকোনও একই কথা বলেছেন।
Brace yourself Mumbai. Heavy rain coming.
Plan ahead. Stay safe.#MumbaiRains pic.twitter.com/gRXHzZuGnC— Gul Panag (@GulPanag) August 29, 2017
While I do this,alerts showing up on my phone about the rains in Mumbai.Please stay safe and take care everyone.
— Deepika Padukone (@deepikapadukone) August 29, 2017
কেউ আবার বৃষ্টির ছবি টুইট করেছেন। তবে বৃষ্টি নিয়ে অভিষেক বচ্চনের টুইট বেশ মজাদার। কিছুটা কৌতুক করে সাঁতার কাটা উপভোগ করতে বলেছেন জুনিয়ার বচ্চন।
Happy National Sports Day.
Today’s sport of choice is swimming. Enjoy! #MumbaiRains— Abhishek Bachchan (@juniorbachchan) August 29, 2017
টুইট করেছে আরও অনেকেই।
Was headed to a meeting & a tree just fell on my car! Have no idea how we escaped safe The roads are a mess.Don't go out unless u have to!
— Sophie Choudry (@Sophie_Choudry) August 29, 2017
Went for a trek, and came back to#MumbaiRains pic.twitter.com/RiDOyGnq5L
— Harshvardhan Rane (@harsha_actor) August 29, 2017
It's raining cats #lazymornings #mumbaimonsoon pic.twitter.com/nVgChQnUy4
— Soha Ali Khan (@sakpataudi) August 29, 2017
Heaviest rains since 2005?!?!?! Well hope everyone's safe and running! #MumbaiRains
— Karan Tacker (@karantacker) August 29, 2017
#MumbaiRains stay safe. Stay indoors. Am not in town. Seeing pics on news sites. Hope it's not 2005 again.
— kunal kohli (@kunalkohli) August 29, 2017
উদ্বিগ্নতা প্রকাশ করে সকলকে সাবধানে বাড়ি ফিরতে বলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
Heavy rains predicted. Pls get back home & stay safe. Kudos to @MumbaiPolice & others who are out trying to ease the situation. #MumbaiRains
— sachin tendulkar (@sachin_rt) August 29, 2017