মা নেই, মাদার্স ডে-তে তাই স্মৃতিচারণই সম্বল শ্রীদেবী কন্যার

সারা পৃথিবী যখন মাদার্স ডে পালনে ব্যস্ত, তখন মন কেমনের মেঘ জমেছে আর এক মেয়ের মনে। মা নেই, তাই ছবিই সম্বল। এক বছরেরও বেশি হয়ে গিয়েছে শ্রীদেবী মারা গিয়েছেন। তাই চাইলেও মা-কে সঙ্গে নিয়েও কক্ষণও আর মাদার্স ডে সেলিব্রেট করা হবে না জাহ্নবীর। 

Updated By: May 12, 2019, 03:12 PM IST
মা নেই, মাদার্স ডে-তে তাই স্মৃতিচারণই সম্বল শ্রীদেবী কন্যার

নিজস্ব প্রতিবেদন: সারা পৃথিবী যখন মাদার্স ডে পালনে ব্যস্ত, তখন মন কেমনের মেঘ জমেছে আর এক মেয়ের মনে। মা নেই, তাই ছবিই সম্বল। এক বছরেরও বেশি হয়ে গিয়েছে শ্রীদেবী মারা গিয়েছেন। তাই চাইলেও মা-কে সঙ্গে নিয়েও কক্ষণও আর মাদার্স ডে সেলিব্রেট করা হবে না জাহ্নবীর। 

আরও পড়ুন: কে, কবে থেকে শুরু করেছিলেন মাদার্স ডে?

আজ, মাদার্স ডে। সোশাল মিডিয়া ছেয়ে গিয়েছে উইশ আর ছবিতে। শ্রীদেবী কন্যা জাহ্নবীও শেয়ার করলেন তাঁদের ছবি। মায়ের পরনে শাড়ি, মেয়ের পরনে ঘাগরা। দুটো ঝুঁটি বেঁধে খুদে জাহ্নবী বসে রয়েছে মায়ের কোলে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে জাহ্নবী লিখছেন "ওঁদের আনন্দ দাও, উৎসাহিত কর, ওঁদের সব কথা শোন। পৃথিবীর সব ভালবাসা ওঁদের দাও। হ্যাপি মাদার্স ডে।"

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Cherish them, listen to them, give them all the love in the world ❤️ Happy Mother’s Day

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

বলার অপেক্ষা রাখে না মায়ের কথা ভেবে মন খারাপ জাহ্নবীর, মা কে সঙ্গে না পাওয়ার আক্ষেপও একইরকম। তাই বিশেষ এই দিনে মা-এর স্মৃতিচারণই একমাত্র সম্বল। 

.