খালি পায়ে আহমেদাবাদ থেকে মুম্বই দৌড়চ্ছেন মিলিন্দ সুমন!

আপনার জীবনে কি হতাশা ক্রমেই বেড়ে চলেছে? তাহলে মিলিন্দ সুমনকে দেখুন। তাঁকে দেখলে আপনি অনেকটা প্রেরণা পেতে পারেন। আসলে ৫০ বছরের এই অভিনেতা এবং মডেল খালি পায়ে দৌড়চ্ছেন সেই আহমেদাবাদ থেকে মুম্বই! হ্যাঁ, চমকে উঠলেও, এটাই সত্যি। মিলিন্দ খালি পায়েই এতটা রাস্তা দৌড়চ্ছেন। আপনি নিশ্চয়ই জানতে চাইছেন, কী কারণে এমন?

Updated By: Jul 30, 2016, 03:09 PM IST
 খালি পায়ে আহমেদাবাদ থেকে মুম্বই দৌড়চ্ছেন মিলিন্দ সুমন!

ওয়েব ডেস্ক: আপনার জীবনে কি হতাশা ক্রমেই বেড়ে চলেছে? তাহলে মিলিন্দ সুমনকে দেখুন। তাঁকে দেখলে আপনি অনেকটা প্রেরণা পেতে পারেন। আসলে ৫০ বছরের এই অভিনেতা এবং মডেল খালি পায়ে দৌড়চ্ছেন সেই আহমেদাবাদ থেকে মুম্বই! হ্যাঁ, চমকে উঠলেও, এটাই সত্যি। মিলিন্দ খালি পায়েই এতটা রাস্তা দৌড়চ্ছেন। আপনি নিশ্চয়ই জানতে চাইছেন, কী কারণে এমন?

আরও পড়ুন উপেন প্যাটেলের সঙ্গে ব্রেক-আপ নিয়ে মুখ খুললেন করিশ্মা তান্না

প্রথম দিনেই মিলিন্দ প্রায় ৬৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন! দ্বিতীয় দিনেও কম কোথায়! অভ্যাস ছাড়াই, দ্বিতীয় দিনে মিলিন্দ দৌড়েছেন ৬২ কিলোমিটার। তাঁকে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে। আসলে আমাদের দেশে দৌড়কে আরও বেশি জনপ্রিয় করার জন্যই খালি পায়ে আহমেদাবাদ থেকে মুম্বইতে দৌড়ে চলেছেন এই বলিউড তারকা!

আরও পড়ুন  'মোহব্বতে' অভিনেত্রী কিম শর্মাকে এখন কেমন দেখতে হয়েছে জানেন?

 

.