কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব, জেনে নিন কোন বিভাগে কোন ছবি

শুরু হয়ে গেল ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। সোমবার সন্ধেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের। প্রতিবারের মতো এবারও ১০ থেকে ১৭ নভেম্বর চলবে চলচ্চিত্র উত্‍সব। এবারের উদ্বোধনী ছবি ইতালো বারোক্কো। এক নজরে দেখে নেওয়া যাক সেন্টেনারি ট্রিবিউট, গ্রেট মাস্টার, রেট্রোস্পেকটিভ, নিউ হরাইজন ও স্পেশাল স্ক্রিনিং বিভাগে স্থান পেল কী কী ছবি-

Updated By: Nov 10, 2014, 08:01 PM IST
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব, জেনে নিন কোন বিভাগে কোন ছবি
উদ্বোধনী ছবি ইতালো বারোক্কো-র দৃশ্য

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গেল ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। সোমবার সন্ধেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের। প্রতিবারের মতো এবারও ১০ থেকে ১৭ নভেম্বর চলবে চলচ্চিত্র উত্‍সব। এবারের উদ্বোধনী ছবি ইতালো বারোক্কো। এক নজরে দেখে নেওয়া যাক সেন্টেনারি ট্রিবিউট, গ্রেট মাস্টার, রেট্রোস্পেকটিভ, নিউ হরাইজন ও স্পেশাল স্ক্রিনিং বিভাগে স্থান পেল কী কী ছবি-

উদ্বোধনী ছবি-ইতালো বারোক্কো
পরিচালক-অ্যালেসিয়া স্কারসো
দেশ-ইতালি

সেন্টেনারি ট্রিবিউট

ছবি-দ্য সাউন্ড অফ মিউজিক
পরিচালক-রবার্ট ওয়াইস
দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র

ছবি-দ্য গানস অফ নাভারোন
পরিচালক-জে লি থম্পসন
দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র

ছবি-জিঘাংষা
পরিচালক-অজয় কর
দেশ-ভারত
ভাষা-বাংলা

গ্রেট মাস্টার

এই বিভাগে রয়েছে পরিচালরক স্ট্যানলি কুবরিকের ৭টি ছবি

দ্য স্ট্রেঞ্জলভ
২০১১:আ স্পেস ওডিসি
আ ক্লকওয়ার্ক অরেঞ্জ
ব্যারি লিনডন
ফুল মেটাল জ্যাকেট
আইজ ওয়াইড শাট
লোলিটা

রেট্রোস্পেকটিভ

ছবি-হোয়াট টাইম ইজ ইট দেয়ার?
পরিচালক-সাই মিঙ্গ-লিয়াঙ্গ
দেশ-তাইওয়ান

ছবি-গুডবাই ড্রাগন ইন
পরিচালক-সাই মিঙ্গ-লিয়াঙ্গ
দেশ-তাইওয়ান

ছবি-দ্য ওয়েওয়ার্ড ক্লাউড
পরিচালক-সাই মিঙ্গ-লিয়াঙ্গ
দেশ-তাইওয়ান

ছবি-আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ অ্যালোন
পরিচালক-সাই মিঙ্গ-লিয়াঙ্গ
দেশ-তাইওয়ান

ছবি-ফেস
পরিচালক-সাই মিঙ্গ-লিয়াঙ্গ
দেশ-তাইওয়ান

ছবি-দ্য মিসিং
পরিচালক-লি ক্যাঙ্গ শেঙ্গ
দেশ-তাইওয়ান

ছবি-হেল্প মি ইরোজ
পরিচালক-লি ক্যাঙ্গ শেঙ্গ
দেশ-তাইওয়ান

ছবি-জার্নি টু দ্য ওয়েস্ট
পরিচালক-সাই মিঙ্গ-লিয়াঙ্গ
দেশ-তাইওয়ান

নিউ হরাইজন

ছবি-সারা
পরিচালক-দারিউশ মেহরজুল
দেশ-ইরান

ছবি-পারি
পরিচালক-দারিউশ মেহরজুল
দেশ-ইরান

ছবি-টু উইমেন
পরিচালক-তাহমিনে মিলানি
দেশ-ইরান

ছবি-হিডেন হাফ
পরিচালক-তাহমিনে মিলানি
দেশ-ইরান

ছবি-দ্য ফিফথ রিয়াকশন
পরিচালক-তাহমিনে মিলানি
দেশ-ইরান

ছবি-ফাইনাল হুইসল
পরিচালক-নিকিকারিমি
দেশ-ইরান

ছবি-ওয়ান নাইট
পরিচালক-নিকিকারিমি
দেশ-ইরান

স্পেশাল স্ক্রিনিং

ছবি-ফ্রম হোয়াট ইজ বিফোর
পরিচালক-লাভ দিয়াজ
দেশ-ফিলিপিন্স

ছবি-ফোর্স অফ ডেসটিনি
পরিচালক-পল কক্স
দেশ-অস্ট্রেলিয়া

 

 

.