সিনেমা তো বটেই বাস্তবেও ক্যাট আর বিকিনি পরবেন না!
রণবীর কাপুরের সঙ্গে তাঁর বিকিনি পরা ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হওয়ার পরই নতুন শপথ নিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের সুন্দরী ক্যাট বিকিনি বিতর্কে এতটাই বিরক্ত যে বলেছেন, তিনি অন স্ক্রি বা অফ স্ক্রিন আর কখনই বিকিনি পরবেন না।
রণবীর কাপুরের সঙ্গে তাঁর বিকিনি পরা ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হওয়ার পরই নতুন শপথ নিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের সুন্দরী ক্যাট বিকিনি বিতর্কে এতটাই বিরক্ত যে বলেছেন, তিনি অন স্ক্রি বা অফ স্ক্রিন আর কখনই বিকিনি পরবেন না।
ক্যাট নাকি তাঁর পার্সোনাল সেক্রেটারিকে পরিষ্কার বলে দিয়েছেন, তাঁর আগামী কোনও ছবিতে তিনি আর বিকিনি পরবেন না, সেটা যেন প্রযোজক-পরিচালকদের জানিয়ে দেন। আমির খানের সঙ্গে আসন্ন সিনেমা `ধুম থ্রি` তে বিকিনি পরলেও এই সিনেমার আর কোনও দৃশ্যেও তিনি আর বিকিনি পরবেন না বলে শোনা যাচ্ছে।
আসলে রণবীর সঙ্গে স্পেনের বিচে ক্যাটরিনার বিকিনে পরা যে ছবি ফাঁস হয়েছে তাতে তিনি নিজেকে দোষি করছেন বলে নাকি ক্যাটরিনা ঘনিষ্ঠমহলে বলেছেন। এভাবে জনসমক্ষে তাঁর বিকিনে পরা উচিত হয়নি বলেও নাকি মনে করেন ক্যাট। অবশ্য হিন্দি সিনেমা `বুম`- বিকিনি পরেই ক্যাটের অভিষেক হয়েছিল।