স্বজনপষণের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুশান্তের মৃত্যুর পর বললেন ইরফান-পুত্র বাবিল

নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 24, 2020, 04:04 PM IST
স্বজনপষণের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুশান্তের মৃত্যুর পর বললেন ইরফান-পুত্র বাবিল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের শোক যেন কাটিয়ে উঠতে পারছে না বলিউড। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের একাংশকেই দায়ি করছেন অনেকে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করতে শুরু করেছেন অনেকে। কঙ্গনা রানাউত থেকে পায়েল রোহতগি, শেখর সুমন, রূপা গঙ্গোপাধ্যায়রা সুশান্তের মৃত্যুতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত দাবি করছেন। এসবের মধ্যেই এবার মুখ খুললেন ইরফান খানের ছেলে বাবিল খান।

আরও পড়ুন : হিন্দি শেখানো থেকে অভিনয়, সুশান্তই শিখিয়ে পড়িয়ে নেন, স্মৃতি হাতড়াচ্ছেন সারা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি স্টেটাস শেয়ার করেন প্রয়াত অভিনেতার ছেলে। সেখানে তিনি লেখেন, সুশান্ত সিং রাজপুতের কাজকে মনে রাখুন কিন্তু তাঁর নামকে ব্যবহার করবেন না। সেই সঙ্গে স্বজনপোষণের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান বলে আবেদন জানান বাবিল খান।

আরও পড়ুন : আত্মহত্যা করেননি, সুশান্তকে খুন করা হয়েছে, অভিযোগ পায়েলের

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিজের মতবাদ শেয়ার করেন ইরফান খানের স্ত্রী সুতপা শিকদারও। তবে সুশান্তের মৃত্যুর জন্য কাউকে না জেনে দায়ি করা উচিত নয় বলে মন্তব্য করেন সুতপা। পাশাপাশি সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর পাশে থাকারও বার্তা দেন সুতপা শিকদার।

.