Delhi Rape Case: ফের রাজধানীতে গণধর্ষণের শিকার ২ তরুণী, গ্রেফতার ৫...

Delhi: ঘটনাটি ঘটেছে ১০ নভেম্বর ভোর ৪টে নাগাদ। দিল্লির আশ্রমের বাসিন্দা ১৭ বছরের এক তরুণী ও তার ২২ বছর বয়সী মাসি। বর্তমানে দুজনেই ভর্তি রয়েছেন সফদরজং হাসপাতালে। ইতোমধ্যেই গ্রেফতার ৫। 

Updated By: Nov 12, 2024, 10:56 PM IST
Delhi Rape Case: ফের রাজধানীতে গণধর্ষণের শিকার ২ তরুণী, গ্রেফতার ৫...

প্রমোদ শর্মা | নয়া দিল্লি: ফের রাজধানীতে গণধর্ষণের শিকার এক তরুণী ও এক যুবতী। দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি ১৭ বছরের এক তরুণী ও তার ২২ বছর বয়সী মাসি। মধ্যরাতে এক ক্লাবের বাইরে আন্ডারপাসের পাশে দাঁড়িয়েছিল এই দুই তরুণী। সেই সময় গাড়ি করে সেখান দিয়ে যাচ্ছিল ৫ যুবক। অন্য একটি ক্লাবে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের গাড়িতে তুলে নেয় এবং এরপরেই তাঁদের খাইয়ে দেওয়া হল মাদক মেশানো কোল্ডড্রিংক্স, যা খাওয়ার পরেই তাদের গণধর্ষণ করা হয়। 

আরও পড়ুন- Bangladesh: বিরোধীতা করলেই ঘচাং, বদলের বাংলাদেশে কাঁচির কোপে সাংবাদিকরা...

ঘটনাটি ঘটেছে ১০ নভেম্বর ভোর ৪টে নাগাদ। দিল্লির আশ্রমের বাসিন্দা ১৭ বছরের এক তরুণী ও তার ২২ বছর বয়সী মাসি। বর্তমানে দুজনেই ভর্তি রয়েছেন সফদরজং হাসপাতালে। সাউথ ইস্ট দিল্লির ডেপুটি কমিশনার রবি কুমার সিং জানান যে নির্যাতিতাদের অভিযোগ, তাঁরা মধ্যরাতে দক্ষিণপূর্ব দিল্লির এক ক্লাবের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি গাড়ি করে ৫ যুবক আসে ও মালভিয়া নগরের একটি ক্লাবে পৌঁছে দেওয়ার নাম করে তাঁদের গাড়িতে তুলে নেয়। গাড়িতে যাওয়ার সময় তাঁদের ঠান্ডা পানীয় অফার করে, তাতে মদ মেশানোর অভিযোগ করে ওই দুই নির্যাতিতা।

অভিযোগ অনুযায়ী দুই নির্যাতিতাকে নিয়ে একাধিক জায়গায় যায় ওই ৫ যুবক। গুঁরগাওও গিয়েছিল তারা। সেখান থেকেই তাদের নিয়ে যাওয়া হয় কস্তুরবা নিকেতন নামে একটি বাড়িতে। সেখানেই ওই দুই মেয়েকে গণধর্ষণ করা হয়। এরপর তাদের নামিয়ে দিয়ে যাওয়া হয় তাদের বাড়ির সামনে। পরেরদিন সকালে ওই দুই নির্যাতিতার পেটে ব্যথা শুরু হওয়ায় তারা যায় হাসপাতালে। সেখান থেকেই খবর দেওয়া হয় হাসপাতালে। 

আরও পড়ুন- Rupali Ganguly: সত্‍ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা রুপালীর, মামলার নোটিস পেয়েই...

অফিসার আরও জানান, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পাঁচ অভিযুক্ত হল শিবম পার্চা, আমান পাল, আশিস ওরফে আংশুমান, অমর মেহরা এবং অভিষেক ওরফে ইশু, যাদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে, এবং তারা ড্রাইভার এবং নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করে। তারা বিএনএসের ধারা ৬৪(১) (ধর্ষণের শাস্তি) এবং ৭০(১) (গণধর্ষণ) এবং পকসো আইনের ধারা ৪ (অনুপ্রবেশমূলক যৌন নির্যাতনের শাস্তি) এর অধীনে মামলা করা হয়েছে। ডিসিপি সিং বলেছেন, অপরাধে ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.