Indrani Halder: 'কখনও কম্প্রোমাইজ করব না', কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা শেয়ার ইন্দ্রানী হালদারের

কী ঘটেছিল ইন্দ্রানীর সঙ্গে? অভিনেত্রী বলেন, এই বিষয়ে তিনি আগে কখনও পাবলিকলি কথা বলেননি। তাঁর কাছে এই অভিজ্ঞতা ছিল ভয়ানক।

Updated By: Jun 12, 2022, 02:55 PM IST
Indrani Halder: 'কখনও কম্প্রোমাইজ করব না', কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা শেয়ার ইন্দ্রানী হালদারের

নিজস্ব প্রতিবেদন: কাস্টিং কাউচ নিয়ে বারংবার মুখ খুলেছেন অভিনেত্রীরা আবার অনেকেই এই বিষয়ে বিশেষ কথা বলতে চান না। সিনে দুনিয়ায় তাঁর অভিজ্ঞতা প্রসঙ্গে সম্প্রতি একটি অনুষ্ঠানে কাস্টিং কাউচ(casting couch) নিয়ে মুখ খুললেন ইন্দ্রানী হালদার(Indrani Halder)। পাশাপাশি তিনি বলেন যে, তিনি তাঁর ছাত্র ছাত্রীদের বলেন যে কাজের প্রতি সৎ থাকার কথা, তাহলে সাফল্য আসবেই। 

কী ঘটেছিল ইন্দ্রানীর সঙ্গে? অভিনেত্রী বলেন, এই বিষয়ে তিনি আগে কখনও পাবলিকলি কথা বলেননি। তাঁর কাছে এই অভিজ্ঞতা ছিল ভয়ানক। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। কেরিয়ারের শুরু দিকে মুম্বইয়ে একটি ছবির শুটিংয়ে গিয়েছিলেন ইন্দ্রানী হালদার। ছবির প্রযোজক ও অধিকাংশ আর্টিস্টই ছিলেন মুম্বইয়ের বাসিন্দা। তিনি ও তাঁর নায়ক ছিলেন কলকাতার। প্রথম শিডিউলে মায়ের সঙ্গেই শুটিংয়ে যেতেন  ইন্দ্রানী। দ্বিতীয় ফেসে নায়িকার সঙ্গে যাওয়ার কথা ছিল তাঁর বাবার। 

প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁর টিকিট করা হয় সকালের ফ্লাইটের আর তাঁর বাবার টিকিট ছিল বিকেলের ফ্লাইটের। কেন এরকম টিকিট কাটা হয়েছে তখন সে বিষয়ে সন্দেহ হয়নি কারোর। কিন্তু মুম্বইয়ে  পৌঁছে বিপদে পড়েন ইন্দ্রানী। অভিনেত্রী বলেন,'দুপুরের দিকে আমায় ফোন করে প্রযোজক জানায় যে সে আমার সঙ্গে আমারই ঘরে দেখা করতে চায়। আমি পরিচালককে ফোন করি, সে বলে ডাবিংয়ে ব্যস্ত। আমি তাঁকে আসার অনুরোধ করি। ফোন রাখতেই দরজার বেল বাজে। দরজা খুলতেই দেখি প্রযোজক। ঘরে ঢুকে কিছু কথা বলেই আমার হাত ধরে টানে লোকটি। আমাকে জোর করতে থাকে। কী করতে চাইছেন তা বুঝতে দেরি হয়নি। আমি কাঁপছিলাম আর তাকে থামতে বলছিলাম। কিন্তু আমার কথার কোনও পাত্তাই দিচ্ছিল না সে। বারবার বলছিল আমাকে হিন্দি ছবিতে সুযোগ দেবে। আমি কড়াভাবে তাঁকে বলি কাজের জন্য কখনও কম্প্রোমাইজ করব না। ওকেও মনে করাই যে, অডিশন দিয়েই আমি এই ছবিটা পেয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। মনে হচ্ছিল আমি ধর্ষিত হতে চলেছি।'

কয়েক দশক পরও সেই অভিজ্ঞতা শেয়ার করার সময় চোখেমুখে আতঙ্কের ছাপ ধরা পড়ে অভিনেত্রীর। তিনি আরও বলেন,'এর মাঝে আমার কপাল ভালো যে, ঔ প্রযোজকের একটা ফোন আসে। তখনও অবধি আমার কোনও ক্ষতি করতে পারেনি ঐ ব্যক্তি। আমি জোরে কাশতে শুরু করি। সেই কাশির আওয়াজ পেয়েই উল্টোদিকের লোকটি ঐ প্রযোজককে বলে আমাকে ছেড়ে দিতে। তখন ঐ প্রযোজক আমাকে হুমকি দেয় যে, আমি কখনও সফলতা পাব না। আমি দৃঢ়ভাবে তাকে জানাই যে আমি সাফলল্য পাই কি না পাই, আমি কখনও কম্প্রোমাইজ করব না। '

এছাড়াও একাধিক বার এরকম পরিস্থিতির শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তিনি বলেন যে,'আমি বরাবরই শক্ত হাতে বিষয়টি হ্যান্ডেল করেছি। অনেকেই হোটেলে আলাদা করে দেখা করতে চায়। অফার গ্রহণ না করায় অনেকেই কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। কাজ না পাওয়ার হুমকি দিয়েছে। কিন্তু আমার মনে হয় কাজে সৎ থাকাটাই সবচেয়ে জরুরি।' 

আরও পড়ুন: Abhishek Chatterjee: সুশান্ত সিং রাজপুতের পর অভিষেক চট্টোপাধ্যায়, অভিনেতার নামে নক্ষত্রের নামকরণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.