Saif Ali Khan Stabbed: রক্তে ভাসছিলেন সইফ! অটো করেই অভিনেতাকে নিয়ে হাসপাতালে ছোটেন ছেলে ইব্রাহিম...

Saif Ali Khan Stabbed: আক্রমণের পর ভয়ংকর রক্তপাত শুরু হয় সইফের। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করেন ইব্রাহিম। অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে অটো করেই হাসপাতাল ছুটলেন ইব্রাহিম। কিন্তু কেন নিলেন না বাড়ির গাড়ি?

Updated By: Jan 16, 2025, 04:44 PM IST
Saif Ali Khan Stabbed: রক্তে ভাসছিলেন সইফ! অটো করেই অভিনেতাকে নিয়ে হাসপাতালে ছোটেন ছেলে ইব্রাহিম...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যরাতে এক্কেবারে বেডরুমে ঢুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে এক দুষ্কৃতী। ছয় কোপে মুহূর্তে রক্তে ভাসতে থাকেন সইফ। শিরদাঁড়ার পাশে আটকে যায় প্রায় ২-৩ ইঞ্চির ধারালো অস্ত্র। এমতাবস্থায় 'আব্বা'কে নিয়ে লীলাবতী হাসপাতালে ছোটেন বড় ছেলে ইব্রাহিম আলি খান। জানা যায় অটোয় করে সইফকে নিয়ে যান ইব্রাহিম। কিন্তু বাড়িতে এত বিলাসবহুল গাড়ি থাকলে অটো কেন? 

আরও পড়ুন- Saif Ali Khan Stabbed | Mamata Banerjee: সইফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা, 'সলমান-শাহরুখও থ্রেট পাচ্ছে...'

জানা যায়, আক্রমণের পর ভয়ংকর রক্তপাত শুরু হয় সইফের। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করেন ইব্রাহিম। কিন্তু সইফ ছাড়া পরিবারের আর কেউই গাড়ি চালাতে পারেন না। মধ্যরাতে বাড়িতে ছিলেন না কোনও ড্রাইভারও। সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স বা ড্রাইভারের অপেক্ষা না করে রক্তাক্ত বাবাকে অটোয় করে হাসপাতালে নিয়ে আসেন ছেলে ইব্রাহিম। প্রসঙ্গত লীলাবতী হাসপাতাল তাঁদের বাড়ি থেকে দুই কিমি দূরেই অবস্থিত। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে করিনা কাপুর খান অটোর পাশে দাঁড়িয়ে হাউস স্টাফের সঙ্গে কথা বলছেন। 

প্রসঙ্গত, বুধবার রাত ৩টেয় বান্দ্রা ওয়েস্টে সইফের আটতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি।  আট থেকে এগারো, চারতলা জুড়ে থাকেন সইফ ও করিনা। সেখানেই সইফিনার ছোট ছেলে জেহর ঘরে ঢুকে আসে এক দুষ্কৃতী। প্রথমেই চোখে পড়ে জেহর ন্যানির। ওই দুষ্কৃতীকে দেখেই চেঁচিয়ে ওঠেন ওই মহিলা। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এরই মাঝে সইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে ৬ কোপ মারে ওই ব্যক্তি। তার মধ্যে বাঁ হাতে ও শিরদাঁড়ার পাশে দুটি গভীর ক্ষত হয়। রক্তে ভেসে যাচ্ছিলেন সইফ। রাত ৩.৩০ মিনিটে তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান বড় ছেলে ইব্রাহিম আলি খান। আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। প্রায় ২-৩ ইঞ্চি ক্ষত হয়েছে তাঁর। ক্ষত স্থানে আটকে ছিল অস্ত্র। নিউরো সার্জারির পর কসমেটিক সার্জারিও করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় যে বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা। 

আরও পড়ুন- Saif Ali Khan Stabbed | Salman Khan: বান্দ্রায় ফের লরেন্স বিষ্ণোই আতঙ্ক! সলমানের বন্ধু হওয়ার কারণেই সইফের উপর আক্রমণ? তদন্তে নয়া মোড়...

তদন্তে নেমেছে মুম্বই পুলিস। পুলিসের দাবি, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ চুরির চেষ্টা হয় সইফ আলি খানের বাসভবনে। হামলাকারী সন্দেহভাজনকে এখন খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। সাত জনের একটি টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য। সকাল ১০টা নাগাদ ঘটনাটি খতিয়ে দেখার জন্য সইফ আলি খানের বাড়িতে হাজির হয়েছে মুম্বই পুলিস এবং ক্রাইম ব্রাঞ্চ। আসে ফরেন্সিক টিম। নিয়ে আসা হয় স্নিফার ডগও। ঘটনাস্থলে আসেন এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক। এরপরেই ৭ জনের টিমের সঙ্গে যোগ করা হয় ক্রাইম ব্রাঞ্চের আরও ৮ জন অফিয়ারকে। 

আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেখানেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠছে তিন দফা নিরাপত্তা পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি উঠে গেলেন ৭ তলায়। তাহলে কী অ্যাপার্টমেন্টে সে পরিচিত মুখ? ইতোমধ্যেই সইফ আলি খানের অ্যাপার্টমেন্টের সিক্যুরিটি গার্ড সহ তাঁর একাধিক স্টাফকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। যে সময়ে ঘটনাটি ঘটেছে, তার ২ ঘণ্টা আগে অবধি কোনও ব্যক্তির বিল্ডিংয়ের ভেতরে ঢোকার ছবি সিসিটিভিতে পাওয়া যায়নি। পুলিসের অনুমান ওই ব্যক্তি অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিল অথবা পাশের বিল্ডিং থেকে প্রবেশ করে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা যায় যে ওই দুষ্কৃতী বিল্ডিং থেকে বেরিয়ে যায় ফায়ার একজিট দিয়ে। পুলিসের তরফে জানানো হয়েছে সইফ আলি খানের পাশাপাশি তাঁর এক মহিলা পরিচারিকাও আহত হয়েছেন এই ঘটনায়। তিনি এফআইআর করেছেন পুলিসে। সইফকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন শাহরুখ খান থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর,করিশ্মা কাপুর সহ আরও অনেকে। জানা যাচ্ছে, চিকিত্‍সক অনুমতি দিলেই সইফ আলি খানের বয়ান রেকর্ড করবে পুলিস। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.