কঙ্গনা তরজার মাঝেই হৃত্বিকের সঙ্গে নতুন কেউ?

ওয়েব ডেস্ক : কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃত্বিক রোশনের সম্পর্ক আছে না নেই, তা নিয়ে বলিউডে তরজা অব্যাহত । আর সেই তরজার মাঝেই যখন কঙ্গনার ‘সিমরন’ প্রায় মুখ থুবড়ে পড়েছে, তখন এবার প্রকাশ্যে এল হৃত্বিকের পরের সিনেমার কথা। যশ রাজ ফিল্মসের হাত ধরে পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবার এক ছাদের নীচে আনছেন হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফকে। কিন্তু, ওই সিনেমায় হৃত্বিকের বিপরীতে কে থাকছেন জানেন?

বি টাউনের খবর, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ওই সিনেমায় হৃত্বিকের বিপরীতে আসছেন বানি কাপুর। যিনি শুদ্ধ দেশি রোম্যান্স দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বলিউডে। হালফাইল যাঁকে রণবীর সিং-এর বিপরীতে ‘বেফিকরে’-তীয় দেখা যায়। এবার সেই বানি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক।

আরও পড়ুন : 'বোকা প্রশ্ন করো না, অমিতাভকে এখনও ভালবাসি'

তবে ওই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। শিগগিরই শুটিং শুরু হতে পারে বলে খবর।

English Title: 
Hrithik Roshan to romance this beauty in YRF’s next co-starring Tiger Shroff
News Source: 
Home Title: 

কঙ্গনা তরজার মাঝেই হৃত্বিকের সঙ্গে নতুন কেউ?

কঙ্গনা তরজার মাঝেই হৃত্বিকের সঙ্গে নতুন কেউ?
Yes
Is Blog?: 
No