Hero Alom| Bangladesh Election: ‘আমার জয় কেউ ঠেকাতে পারবে না’ আত্মবিশ্বাসী হিরো আলম...

Hero Alom Contests Bangladesh Election: অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে তিনি জিতবেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকালে এমনই দাবি করলেন বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকের প্রার্থী ইউটিউবার হিরো আলম।নির্বাচনের প্রচারে, এমনকী গতবার ভোটের দিনেও হামলার শিকার হয়েছেন হিরো আলম। কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি নন।

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jan 7, 2024, 02:30 PM IST
Hero Alom| Bangladesh Election: ‘আমার জয় কেউ ঠেকাতে পারবে না’ আত্মবিশ্বাসী হিরো আলম...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের(Bangladesh Election) ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টে পর্যন্ত। বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম(Hero Alom)। ওই আসনে আওয়ামী লীগ(Awami League) প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনসহ আরও ৩ জন নির্দল প্রার্থীর সঙ্গে লড়ছেন তিনি। হিরো আলম শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে।

আরও পড়ুন- Hero Alom: ‘আমাকে এত ভয় কেন?’, প্রচারে বেরিয়ে ফের মার খেয়ে বিস্ফোরক হিরো আলম...

হিরো আলম বলেন, ‘আমি আমার এলাকায় এতোদিন ঘুরে, প্রচারণা চালিয়ে বুঝেছি আমার জয় কেউ ঠেকাতে পারবে না। আমি শতভাগ নিশ্চিত এখন শুধু অপেক্ষার পালা। তবে আশা রাখছি আমার পক্ষেই সবাই ভোট দেবেন।’হিরো আলম মনে করেন, ‘অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে তিনি অবশ্যই জয়ী হবেন। গত নির্বাচনে আমার ভোটের অবস্থা সবাই দেখেছে। আমি খুব অল্পের জন্য জয়ী হতে পারিনি। তবে এবার আমি সফল হব’, বললেন হিরো আলম।

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী হলেও তিনি অন্য আসনের ভোটার। যে কারণে নিজেকে ভোট দেওয়ার সুযোগ হয়নি। তবে এতে দুঃখ নেই বলে জানিয়েছেন হিরো আলম। ভোট দেওয়া শেষে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‍“আমার ভোট বগুড়া-৬ আসনের এরুলিয়াতে। আর দুটি আসন পাশাপাশি হওয়ায় সদরে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে না পারায় আমার দুঃখ নেই। ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ ভালো আছে। কারচুপি না হলে জয়ের ব্যাপারে আশাবাদী।”

প্রসঙ্গত, নির্বাচনের প্রচারে, এমনকী গতবার ভোটের দিনেও হামলার শিকার হয়েছেন হিরো আলম। কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি নন। আবারও ভোটে দাঁড়িয়েছেন তিনি কিন্তু এবারও ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে তাঁর সঙ্গে। নির্বাচনের প্রচারে গিয়ে হামলার মুখে পড়লেন বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই হামলায় আহত হয়েছিলেন তাঁর দুই সঙ্গী।

আরও পড়ুন- Hero Alom: ‘মনোনয়ন প্রত্যাহার করব না, কারণ...’ বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বিস্ফোরক হিরো আলম!

গত বছর ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান তিনি, তবে এবার তাঁর দাবি, তিনি জিতবেনই। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.