দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কৃত করল ফারহান, জুহিকে
দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কৃত করল ফারহান আখতার, জুহি চাওলাকে। পুরস্কারের আসর বসেছিল মুম্বইয়ের জুহুর ভাইদাস হলে। ভাগ মিলখা ভাগ ও গুলাব গ্যাং ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কৃত করা হয়েছে ফারহান ও জুহিকে।
দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কৃত করল ফারহান আখতার, জুহি চাওলাকে। পুরস্কারের আসর বসেছিল মুম্বইয়ের জুহুর ভাইদাস হলে। ভাগ মিলখা ভাগ ও গুলাব গ্যাং ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কৃত করা হয়েছে ফারহান ও জুহিকে।
পুরস্কার গ্রহণ করে ফারহান বলেন, "এই ছবি ও আমার কাজ দাদা সাহেব ফালকে অ্যাকাডেমিতে প্রশংসিত হয়েছে দেখে খুব আনন্দ হচ্ছে। ভারতীয় চলচ্চিত্রের জনকের নামাঙ্কিত এরকম সম্মান পেয়ে সত্যিই খুব ভাল লাগছে।"
অন্যদিকে জুহি বলেন, "এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি। দাদাসাহেব ফালকের নামে পুরস্কার খুবই সম্মানজনক।" ফারহান, জুহি ছাড়াও পুরস্কৃত হয়েছেন সুনিধি চৌহান। ধুম থ্রি ছবির কামলি গানের জন্য পুরস্কার পান তিনি। বলেন, "আমার মনে হচ্ছে সপ্তম স্বর্গে রয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড খুবই সম্মানজনক। আমি কৃতজ্ঞ আমাকে এই সম্মান দেওয়ার জন্য। নিজেকে ভাগ্যবান মনে হয়েছে।"
ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দাদাসাহেব ফালকে রত্ন সম্মান পেয়েছেন জিতেন্দ্র। এছাড়াও টেলিভিশন শো সরস্বতীচন্দ্রতে সরসের চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন গৌতম রোডে। ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায় সিরিয়ালের জন্য পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী হিনা খান। কমেডি নাইটস উইথ কপিলের জন্য প্রশংসিত হয়েছেন সঞ্চালক কপিল শর্মা।