অ্যান্ড দ্য টাইগার রোরস

বক্স অফিসের সব রেকর্ড ছাপিয়ে গেল `এক থা টাইগার`। মুক্তি পাওয়ার মাত্র ৫ দিনের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করার নতুন রেকর্ড গড়ল সলমনের নতুন ছবি। এখনও পর্যন্ত এটাই সবথেকে দ্রুত ১০০ কোটি ছোঁয়ার রেকর্ড বলিউডে।

Updated By: Aug 21, 2012, 09:49 PM IST

বক্স অফিসের সব রেকর্ড ছাপিয়ে গেল `এক থা টাইগার`। মুক্তি পাওয়ার মাত্র ৫ দিনের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করার নতুন রেকর্ড গড়ল সলমনের নতুন ছবি। এখনও পর্যন্ত এটাই সবথেকে দ্রুত ১০০ কোটি ছোঁয়ার রেকর্ড বলিউডে। মুক্তির দিনেই অগ্নিপথকে ছাপিয়ে ৩২ কোটির ব্যবসা করেছিল `এক থা টাইগার`। আর পঞ্চম দিনেই ব্যবসার অঙ্ক পৌঁছে গেল ১০০ কোটিতে‌!
`এক থা টাইগার`-এর সাফল্যে উচ্ছ্বসিত ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ টুইট করেছেন, "#এক থা টাইগার-ভারত * অ্যাকচুয়ালস* রবিবার ২৩.০৬ কোটি। মোট: ১০০.১৬ কোটি। সুপার্ব‍‌! দ্রুততম ১০০ কোটির ব্যবসা করার রেকর্ড করেছে `এক থা টাইগার`-মাত্র ৫ দিনে!"
টুইট করেছেন সলমনের বোনে অর্পিতা খানও। " ৫ দিনে ১০০.১৬ কোটি...অ্যান্ড দ্য টাইগার রোরস! টাইগার টাইগার টাইগার"।
২০১০ সালে ব্রেক আপের পর এই প্রথম কোনও ছবিতে একসঙ্গে কাজ করলেন সলমন-ক্যাটরিনা। সলমনের শেষ তিনটি ছবি `দাবাং`, `রেডি` ও `বডিগার্ড` ব্লকবাস্টার। কাজেই `এক থা টাইগার` নিয়ে প্রত্যাশার পারদ ঠিল তুঙ্গে। তরণ আদর্শের টুইট অনুযায়ী, `এক থা টাইগার` সলমনের চতুর্থ সেঞ্চুরি(১০০ কোটি)। এর আগে `দাবাং` (১৪৭ কোটি), `রেডি` (১২২ কোটি), `বডিগার্ড` (১৪৮ কোটি)-র ব্যবসা করেছিল। ঘটনাক্রমে এই প্রথম যশ রাজ ফিল্মসের কোন ছবি ১০০ কোটির ব্যবসা করল। এমনকী `এক থা টাইগার` `থ্রি ইডিয়ডস`-এর ২০০ কোটির রেকর্ডও ছাপিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।

.