মাদাম তুসোয় শ্রীদেবী?
এবার মাদাম তুসোয় আসতে চলেছেন শ্রীদেবী। সম্প্রতি একটি সেলেব্রিটি ব্লগার সাইট সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত খবরটি গোপন রাখা হলেও আনুষ্ঠানিক ঘোষণা হবে খুব শিগগিরই। এমনকী, বলিউডে শ্রীদেবীর প্রত্যাবর্তনের দিনই নাকি মাদাম তুসোয় তাঁর মোম মূর্তি স্থাপিত হবে বলেও জানিয়েছে সাইটটি।
এবার মাদাম তুসোয় আসতে চলেছেন শ্রীদেবী। সম্প্রতি একটি সেলেব্রিটি ব্লগার সাইট সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত খবরটি গোপন রাখা হলেও আনুষ্ঠানিক ঘোষণা হবে খুব শিগগিরই। এমনকী, বলিউডে শ্রীদেবীর প্রত্যাবর্তনের দিনই নাকি মাদাম তুসোয় তাঁর মোম মূর্তি স্থাপিত হবে বলেও জানিয়েছে সাইটটি।
২০০৪ সালে মেরি বিবি কা জবাব নেহি ছবিতে শেষ দেখা গিয়েছিল শ্রীদেবীকে। এরপর ২০০৮ সালে হল্লা বোল ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও এতদিনে বলিউডে ঠিকঠাক করে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শ্রীদেবী। গৌরি শিন্ডের ছবি ইংলিশ ভিংলিশ দিয়ে দ্বিতীয় দফায় বলিউডে আসছেন চাঁদনি। তবে তাঁর বলিউড প্রত্যাবর্তনের থেকে মাদাম তুসোর মূর্তি নিয়েই বেশি উত্সাহী হাবি বনি কাপুর। আগামী ৫ অক্টোবর ভারতে মুক্তি পাবে ইংলিশ ভিংলিশ। জানা গেছে ওই দিনই নাকি মাদাম তুসোতে বসতে চলেছে শ্রীদেবীর প্রতিকৃতি। আর বনি কাপুর চান তাঁর স্ত্রীর প্রতিকৃতি হোক হুবুহু তাঁর মতোই ভূবনমোহিনী।
২০০০ সালে প্রথম জীবিত এশিয় হিসেবে মাদাম তুসোয় স্থাপিত হয় অমিতাভ বচ্চনের প্রতিকৃতি। এরপর গত ১২ বছরে ক্রমশই লম্বা হয়েছে মাদাম তুসোর বলিউড তারকাদের লিস্ট। ঐশ্বর্য রাই, সলমন খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত থেকে হৃতিক রোশন, করিনা কাপুর সকলেই ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে। আর খবর যদি সত্যি হয়, তবে সেই লিস্টেই নবতম সংযোজন হতে চলেছেন শ্রীদেবী।