'বাগমতী'তে অনুষ্কার পারফরম্যান্সের ধারে কাছেও নেই ভূমির 'দুর্গামতী'! দাবি নেটিজেনদের

 'বাগমতী' ছবিতে যে ভূমিকায় অনুষ্কাকে দেখা গিয়েছিল, হিন্দি রিমেকে ঠিক একই চরিত্রে দেখা গেল ভূমিকে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 27, 2020, 02:47 PM IST
'বাগমতী'তে অনুষ্কার পারফরম্যান্সের ধারে কাছেও নেই ভূমির 'দুর্গামতী'! দাবি নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : 'বাহুবলী'র ঠিক পরপরই তেলুগু ছবি 'বাগমতী'তে মুগ্ধ করেছিলেন অনুষ্কা শেঠি। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। সেই 'বাগমতী'রই রিমেক বানিয়েছেন পরিচালক জি অশোক। যার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ভূমি পেডনেকর। অর্থাৎ 'বাগমতী' ছবিতে যে ভূমিকায় অনুষ্কাকে দেখা গিয়েছিল, হিন্দি রিমেকে ঠিক একই চরিত্রে দেখা গেল ভূমিকে।

মঙ্গলবার মুক্তি পেয়েছে 'বাগমতী'র হিন্দি রিমেক 'দুর্গামতী'র ট্রেলার। যেটি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় 'বাগমতী'র সঙ্গে 'দুর্গামতী'র তুলনা শুরু করেছেন সিনেমাপ্রেমীরা। যেখানে অনুষ্কা শেঠিকে মানদণ্ড হিসাবে ধরে ভূমিকে ঠিক পছন্দ করেননি নেটিজেনদের অনেকেই। বিশেষকরে অনুষ্কার অনুরাগীদের ভূমিকে একেবারেই পছন্দ হয়নি। তাঁদের কথায়, ''অনুষ্কাকে পরাস্ত করতে ভূমি ব্যর্থ''। তাঁদের কথায় অনুষ্কাই সেরা। কেউ আবার লিখেছেন, ''অনুষ্কার পারফরম্যান্সের ধারে কাছে আসতে পারেননি ভূমি''।

আরও পড়ুন-রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিশোধের লড়াইয়ের শিকার ভূমি, হয়ে উঠলেন 'দুর্গামতী'

দেখুন কে কী লিখেছেন...

চলুন অনুষ্কা শেঠির 'বাগমতী' ও ভূমি পেডনেকর 'দুর্গামতী' দুটির ট্রেলারই এক ঝলক দেখে নেওয়া যাক...

অনুষ্কা শেঠির 'বাগমতী' মুক্তি পেয়েছিল ২০১৮-র ২৬ জানুয়ারি। আর 'দুর্গামতী' মুক্তি পেতে চলেছে আগামী ১১ ডিসেম্বর।

.