'ভালো মানুষ' দিয়ে শুরু, নাট্যমেলায় থাকছে জুতা আবিষ্কার, অ্যাস্ট্রোনটের ঠিকানাও

আগামী সপ্তহেই শুরু হচ্ছে নান্দীকারের ৩২ তম জাতীয় নাট্য মেলা। প্রতিবছরই নাট্যপ্রেমীরা এই নাট্যমেলার জন্য অপেক্ষা করে থাকেন। এবারের নাট্যমেলায় কী কী থাকছে জানালেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

Updated By: Dec 11, 2015, 08:42 AM IST
 'ভালো মানুষ' দিয়ে শুরু, নাট্যমেলায় থাকছে জুতা আবিষ্কার, অ্যাস্ট্রোনটের ঠিকানাও

ওয়েব ডেস্ক: আগামী সপ্তহেই শুরু হচ্ছে নান্দীকারের ৩২ তম জাতীয় নাট্য মেলা। প্রতিবছরই নাট্যপ্রেমীরা এই নাট্যমেলার জন্য অপেক্ষা করে থাকেন। এবারের নাট্যমেলায় কী কী থাকছে জানালেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

৩২ তম জাতীয় নাট্যমেলা শুরু হচ্ছে ১৬ই ডিসেম্বর, অ্যাকাদেমি অফ ফাইন আর্টসে। ১০দিনে মোট ২২টি প্রযোজনা এই মেলায় অংশ নিচ্ছে। শুরুর নাটক নান্দীকারের ভালো মানুষ। পরদিন নান্দীকারের চিলড্রেন্স এনসেমবেল-এর তিনটি প্রযোজনা। জুতা আবিষ্কার, অ্যাস্ট্রোনটের ঠিকানা এবং তাসের দেশ।

১০টি দল কলকাতার। ১২টি দল বাইরের। থাকছে আসামের নাটক হেলেন, সিকিমের নাটক কালো সুনা খারী, বিহার থেকে নাট মেথিয়া, ওড়িয়া নাটক আবু, দিল্লির NSD রেপার্টারির গজব তেরী অদা এবং ঘসিরাম কোতয়াল। শুধু দেশের নয় এবারে রয়েছে বিদেশের নাটকও। আসছে আমেরিকার দল। থাকছে সুইডেনের নাটকও। এবারের নাট্যমেলায় যৌবনের জয়জয়কার। এমনটাই দাবি নান্দীকারের।

.