প্রেমে 'সিরিয়াস' সলমন
Updated By: Dec 10, 2015, 10:02 PM IST
ওয়েব ডেস্ক: সলমন কি বিয়ে করবেন? এই প্রশ্নে ক্লান্ত সলমন নিজেই। তাই এবার হয়ত একটু সিরিয়াস হলেন তিনি। প্রেমের ব্যাপারে। তবে এই প্রেম কী গড়াবে বিয়ে পর্যন্ত?
বলিউডের চির প্রেমিক সলমন খান। ম্যায়নে প্যায়ার কিয়া থেকে ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া। সব এক্সপিরিয়েন্সই করেছেন সল্লু ভাই। বড্ড বড় মনের মানুষ এই সলমনের লভ লাইফে নিউ এন্ট্রি লুয়িয়া ভেন্টুর। বোন অর্পিতার বিয়ে থেকেই যিনি এন্ট্রি নিয়েছেন খান পরিবারেও। খানদেরও খাস পসন্দ এই রোমানিয়ান সুন্দরী। এমনকি প্রেম রতন ধন পায়োর সেটে দিনের পর দিন সলমনের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে লুইয়াকে। প্রেমের ব্যাপারে খামখেয়ালি সলমনও এখন কিছুটা থিতু। বিগ বসের সেটে জানিয়েছেন এবার বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করবেন। পঞ্চাশের এই যুবার মনেও কি তাহলে লুইয়া? জল্পনাটা জিইয়ে রাখলেন সলমন নিজেই।