GADAR 2: ব্লকবাস্টার ‘গদর’, অথচ সিক্যুয়েল আসতে কেটে গেল ২২ বছর, কিন্তু কেন?

GADAR 2: গদর মুক্তির ২২ বছর পর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল 'গদর ২'। ২০০১ সালে মুক্তি পেয়েছিল 'গদর' , এরপর কেটে গেছে ২২ বছর, অবশেষে আসতে চলেছে 'গদর ২'। কিন্তু কেন এই বিলম্ব? জানালেন পরিচালক নিজেই।

Updated By: Jun 21, 2023, 07:48 PM IST
GADAR 2: ব্লকবাস্টার ‘গদর’, অথচ সিক্যুয়েল আসতে কেটে গেল ২২ বছর, কিন্তু কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘গদর'(Gadar)  মুক্তির ২২ বছর পেরিয়েছে। ২০০১ সালে মুক্তি পায় বলিউডের(Bollywood) ব্লকবাস্টার ছবি 'গদর এক প্রেম কথা' । ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় সানি দেওল(sunny Deol)  ও আমিশা প্যাটেলকে(Ameesha Patel)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমরেশ পুরি, লিলেট দুবে, সুরেশ ওবেরয়ের মতো তারকারা। বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। কিছুদিন আগেই ঘোষণা হয় যে, জনপ্রিয় এই ছবির সিক্যুয়েল 'গদর ২' আসতে চলেছে। তার আগে দর্শকদের বড় চমক দিতে প্রেক্ষাগৃহে ১৫ই জুন ফের মুক্তি পেয়েছে 'গদর এক প্রেম কথা'। আগস্টে মুক্তি পেতে চলেছে 'গদর ২', তবে এই ছবি মুক্তি পেতে এত সময় কেন লাগল সেই নিয়ে উঠছে প্রশ্ন। এর উত্তর জানিয়েছেন পরিচালক অনিল শর্মা(Anil Sharma) নিজেই। কী বললেন তিনি?

আরও পড়ুনShakib Khan: প্রস্থেটিকের জাদু, সুপারস্টারকে চেনা দায়!

পরিচালক অনিল শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেছেন, তিনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু তিনি কিছুতেই একটি স্ট্রং চরিত্র তৈরি করে উঠতে পারছিলেন না। এছাড়াও তিনি জানিয়েছেন তিনি শুধুমাত্র ব্র্যান্ড নেম ব্যবহার করে 'গদর ২' পরিচালনা করতে রাজি ছিলেন না।

শেষ পর্যন্ত কিভাবে তৈরি হল 'গদর ২'?

"গতবছর একদিন শক্তিমান (অনিল শর্মার সহ লেখক) আমার বাড়ি আসেন এবং জানান গদর ২ এর জন্য একটি গল্প রয়েছে। তার মুখের হাসি দেখেই আমি বুঝেছিলাম সে গল্পটি লিখে ফেলেছে। শক্তিমান এমন একজন মানুষ যে সে জানে কখন সে কোন গল্প নিয়ে নিশ্চিত এবং কখন সে নয়। এছাড়া তার সঙ্গে বহু বছর কাজ করার ফলে আমি বুঝতে পারি সে গল্পটিকে সঠিক ভাবে দাঁড় করিয়ে ফেলেছে।"

এরপর অনিল শর্মা জানান, পরেরদিন সকালে তিনি এই খবরটি তাঁর কাছের লোকজনদের কাছে পৌঁছে দেন "আমি এই সুখবরটি জানাই আমার স্ত্রী, সানি দেওল এবং জি স্টুডিওকে। এরপর দুর্দান্তভাবে তাঁরা কাজটি সেরে ফেলে।" 

কিন্তু শক্তিমান এর লেখা যদি সানি দেওল পছন্দ না করতেন তাহলে কি আপনি 'গদর ২' নিয়ে ভাবতেন বা যদি আমিশা না বলতেন? এই প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, "আমার কাছে খুব পরিষ্কার ছিল 'গদর ২' তারা সিং (সানিদেওল) এবং সাকিনার (আমিশা) জীবনের পরবর্তী অংশ হবে, তাই আমি কখনোই তাঁদের ছাড়া ছবিটা করতাম না।

আরও পড়ুন: Neeyat Teaser: ববি জাসুসের পর ফের এক গোয়েন্দা চরিত্রে বিদ্যা বালান, প্রকাশ্যে টিজার...

প্রসঙ্গত, চেক বাউন্স ও জালিয়াতির মামলায় অভিযুক্ত বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেল বুধবার ফের রাঁচি আদালতে হাজির হবেন। অভিনেত্রী বর্তমানে জামিনে মুক্ত৷ তবে তাঁর মামলার শেষ শুনানিতে তাঁকে ২১ জুন অর্থাৎ বুধবার রাঁচির নিম্ন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই বিষয়ে অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, "আমি আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি এবং আমি বিশ্বাস করি যে, আইন সঠিক পথে চলবে৷"

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.