ঠোঁটে ঠোঁট, রিসেপশনে প্রকাশ্যেই চুম্বন করলেন Devlina Kumar-Gourab Chatterjee

১৫ ডিসেম্বর গৌরব-দেবলীনার রিসেপশনের ছবিটা এমনই ছিল। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 16, 2020, 11:08 PM IST
ঠোঁটে ঠোঁট, রিসেপশনে প্রকাশ্যেই চুম্বন করলেন Devlina Kumar-Gourab Chatterjee

নিজস্ব প্রতিবেদন : বিয়ের পর সাদা রঙের গাউন সেজে রিসেপশন পার্টিতে হাজির দেবলীনা কুমার (Devlina Kumar)। আর গৌরবের (Gourab Chatterjee) পরনে শার্ট-প্যান্ট সঙ্গে ব্লেজার। দেবলীনা-গৌরব তখন একে অপরের মধ্যে ডুবে রয়েছে। স্পিকারে বাজছে হালকা মিউজ। রঙীন আলোয় সন্ধেটা যেন আরও বেশী মায়াবী। আর তাঁদের ঘিরে তখন উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহের অন্ত নেই। সবমিলিয়ে একটা রোমান্টিক আবহ। ১৫ ডিসেম্বর গৌরব-দেবলীনার রিসেপশনের ছবিটা এমনই ছিল। 

দেবলীনা-গৌরবের রিসেপশনের এক টুকরো ছবিই উঠে এসেছে শুভজিৎ চক্রবর্তী নামে ব্যক্তির ফেসবুকের পাতায়। যেখানে রিসেপশনের মঞ্চে একে অপরের হাতে আংটি পরিয়ে দিতে দেখা গেল দেবলীনা-গৌরবকে (Devlina Kumar-Gourab Chatterjee)। আংটি বদলের পর দেবলীনার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল। যাতে কিছুটা লজ্জা পেয়ে হেসে ফেললেন নববধূ দেবলীনা।

আরও পড়ুন-Sangeet Night: 'এই রাত তোমার আমার' গানে নাচলেন Devlina Kumar-Gourab Chatterjee

আরও পড়ুন-Goa-র সৈকতে নগ্ন হয়ে দৌড়ে বিতর্কের মুখে পড়েছিলেন, মুখ খুললেন Milind Soman

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দেবলীনা-গৌরব। গত ১৪ ডিসেম্বর ছিল গৌরব-দেবলীনার (Devlina Kumar-Gourab Chatterjee) সঙ্গীত। আর ১৫ ডিসেম্বর ছিল রিসেপশন পার্টি। যেখানে হাজির ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। হাজির হয়েছিলেন, দিতিপ্রিয়া রায়, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সন্দীপ্তা সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ আরও অনেকেই। বিয়ের সব অনুষ্ঠানের পর সেলেব জুটি কোথায় যাচ্ছেন মধুচন্দ্রিমার জন্য, সে বিষয়ে জানা যায়নি। 

.