Dev: ওড়িশার গভীর জঙ্গলে শ্যুটিঙে চোখ বিঁধল কাঁটা, এখন কেমন আছেন দেব?
Dev: মঙ্গলবার ছবির গোটা টিমের সঙ্গে রঙ খেলার একটি ছবি পোস্ট করেন দেব। ওড়িশাতেই একসঙ্গে দোল খেলেছে বাঘাযতীন ছবির গোটা টিম। দেবের পাশে দেখা যায় অভিনেতা শোয়েব কবীর ও রোহন ভট্টাচার্যকেও। সেই ছবিতেই দেখা যায় দেবের চোখে ব্যান্ডেজ। ছবি দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। বৃহস্পতিবার দেব নিজেই জানালেন এখন কেমন আছেন তিনি?
Dev injured in Baghajatin Shooting, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত এক সপ্তাহ ধরেই ওড়িশায় আছেন সুপারস্টার দেব। তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর শ্যুটিং চলছে জোর কদমে। এবার পর্দায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালনায় অরুণ রায়। ওড়িশার বারিপদায় আপাতত চলছে ছবির শ্যুট, কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। ওড়িশার গভীর জঙ্গলে চলছিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং। সেই সময়ে গাছের একটি কাঁটা ঢুকে যায় দেবের চোখে। বন্ধ হয়ে যায় শ্যুটিং। চোখের সাদা অংশে গুরুতর আঘাত পাওয়ায় বাম চোখে ব্যান্ডেজ করা হয় সুপারস্টারের। বুধবার কলকাতায় ফিরে আসেন দেব। এখন কেমন আছেন অভিনেতা?
আরও পড়ুন- Swastika Mukherjee: বৃন্দাবনে রঙিন স্বস্তিকা, ৯ বছর পর দোলে বাড়ির বাইরে পা রাখলেন নায়িকা...
মঙ্গলবার ছবির গোটা টিমের সঙ্গে রঙ খেলার একটি ছবি পোস্ট করেন দেব। ওড়িশাতেই একসঙ্গে দোল খেলেছে বাঘাযতীন ছবির গোটা টিম। দেবের পাশে দেখা যায় অভিনেতা শোয়েব কবীর ও রোহন ভট্টাচার্যকেও। সেই ছবিতেই দেখা যায় দেবের চোখে ব্যান্ডেজ। ছবি দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। অনেকেই জানতে চান কী হয়েছে তাঁদের প্রিয় সুপারস্টারের। কিন্তু সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্যের খবর জানালেন দেব। তিনি লেখেন, ‘ভালোবাসা ও শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। এই পুজোয় আপনাদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। আশা করি, আমাদের এই হার্ড ওয়ার্ক আপনারা পছন্দ করবেন।’
আরও পড়ুন- Satish Kaushik-Neena Gupta: গর্ভে ভিভ রির্চাডসের সন্তান, নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ...
প্রজাতন্ত্র দিবসে প্রকাশ্যে এসেছিল এই ছবির ফার্স্ট লুক পোস্টার। সারা মুখে চন্দন, কপালে হলুদ সিঁদুর, উসকো খুসকো চুলে তাঁকে দেখে চেনা ছিল দায়। ছবিতে তাঁর একটি লুক শেয়ার করে দেব সেই সময় লেখেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিসাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন" এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে। ২০২৩-এর ২০ অক্টোবর মুক্তি পাবে ছবি।’ এই ছবিতে দেবের পাশাপাশি অন্যান্য চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীরকে। এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন নবাগতা সৃজা দত্ত।