''অন্তর্বাস পরেননি কেন?'' সোশ্যালে ট্রোলিংয়ের মুখে Darshana Banik

অশালীন আক্রমণের মুখে দর্শনা বণিক...

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 17, 2021, 05:50 PM IST
''অন্তর্বাস পরেননি কেন?'' সোশ্যালে ট্রোলিংয়ের মুখে Darshana Banik

নিজস্ব প্রতিবেদন : '‌পাওরি হো রহি হ্যায়'-এর পর নেটদুনিয়ায় এখন নয়া ট্রেন্ড 'ডোন্ড রাশ চ্যালেঞ্জ'। আর এই ট্রেন্ডেই গা ভাসিয়ে ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো বানিয়ে ফেলেছেন মডেল, অভিনেত্রী দর্শনা বণিক। আর তাতেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হল দর্শনাকে।

ব্রিটিশ হিপহপ দল Young T & Bugsey-র 'Don't Rush' গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাতেই কোমর দোলাচ্ছেন বলি থেকে টলি তারকারা। এই গানের সঙ্গেই রিল ভিডিয়ো বানিয়ে মঙ্গলবারই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দর্শনা বণিক। তবে সমালোচকের অভাব হয়না। অভিনেত্রীকে অশালীন আক্রমণ করে কমেন্ট করেন নেটিজেনদের একাংশ। কেউ লেখেন, ''এখানে কিন্তু মোটেও ভালো লাগছে না''। কেউ আবার প্রশ্ন করেন, ''অন্তর্বাস পরেননি কেন?'' তবে কিছু লোকজন অশালীন আক্রমণ করলেও বহু নেট নাগরিকের প্রশংসাও পেয়েছেন দর্শনা। 

আরও পড়ুন-Uttarakhand-এ ট্রেকিংয়ে গেছেন Srabanti-র ছেলে

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোল করার ঘটনা নতুন নয়। শুধু দর্শনা কেন, কমবেশি প্রায় সব তারকাকেই কিছু কুরুচি সম্পন্ন নেটিজেনের আক্রমণের মুখে পড়তে হয়। দর্শনাও বাদ গেলেন না। 

আরও পড়ুন-মিথ্যে খুনের মামলায় ফেঁসে 'বিদিশা' Koel, পারবেন কি নির্দোষ প্রমাণ করতে?

.