WB assembly election 2021 : 'ভোটের আগে কর্মসংস্থানের মিথ্যে প্রতিশ্রুতি', BJP-কে কটাক্ষ Dev-র

দেবের কথায়, ''বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। বাংলায় শান্তির খেলা হবে।'' 

Updated By: Mar 17, 2021, 07:36 PM IST
WB assembly election 2021 : 'ভোটের আগে কর্মসংস্থানের মিথ্যে প্রতিশ্রুতি', BJP-কে কটাক্ষ Dev-র

নিজস্ব প্রতিবেদন: ''যাঁরা ধর্ম নিয়ে খেলা করে, বাংলায় তাঁদের খেলা শেষ হবে''। বুধবার, পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে দেবের গলায় শোনা গেল এমনই সুর। তাঁর কথায়, ''বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। বাংলায় শান্তির খেলা হবে।'' এখানেই শেষ নয়, এদিন কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও BJP-কে কটাক্ষ করতে ছাড়েননি দেব।

এদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার তুরকা গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের হয়ে নির্বাচনী প্রচারে যান দীপক অধিকারী তথা অভিনেতা দেব। রোড শো দিয়ে শুরু হয় নির্বাচনী প্রচার। নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে BJP- সোনার বাংলা স্লোগান নিয়ে তোপ দাগেন সাংসদ, অভিনেতা। দেব বলেন, ''মানুষকে আর বোকা বানানো যাবে না। যে দলের নেতা-নেত্রী মানুষের হয়ে কাজ করবেন তাঁকেই ভোট দেওয়া উচিত।'' তাঁর কথায়, ''আজ সোনার বাংলা গড়ার শ্লোগান ভালো চলছে। সোনার বাংলা হলে আমাদের প্রত্যেকের লাভ। কিন্তু আমার প্রশ্ন, যাঁরা আজকে সোনার বাংলা গড়বেন বলছেন, ২০১৪ সালে তাঁরাই বলেছিলেন সোনার চিড়িয়া বানানোর কথা।''

আরও পড়ুন-''ভোটের পর অদৃশ্য হয়ে যাব না, মানুষের পাশে থাকব'', বার্তা Payel-র

BJP-র কর্মসংস্থান গড়ার স্লোগান প্রসঙ্গে দেবের কটাক্ষ, ''সাত বছর হয়ে গেল দেশের অর্থনীতির অবস্থা গত ৭০ বছরের থেকেও খারাপ। এরাই আবার বলছেন সোনার বাংলা গড়বেন? বিজেপি বছরে দুই কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। আমিও চাই চাকরি হোক। গুগল সার্চ করে দেখে নিন, দেশের বেকারত্বের হার গত ৫০ বছরের থেকেও খারাপ হয়েছে। নির্বাচনের আগে চাকরির দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাংলার মানুষ শান্তিতে থাকতে চান। মানুষের জন্য উন্নয়ন হোক, এইটা নিয়েই খেলা হবে।''

আরও পড়ুন-ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব : Mimi Chakraborty

এদিকে এদিন নির্বাচনী প্রচারের মাঝেই চন্দ্রকোনার তেঁতুলতলা এলাকায় নিজের মামাবাড়িতে ঢুঁ মারেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। প্রিয় তারকাকে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় মানুষ।

আরও পড়ুন-'সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে', জোড় হাতে ভোট প্রার্থনা যশের

.