ইসরোর জন্য গর্ব হয়, চন্দ্রযান ৩ এর স্বপ্ন দেখছে বলিউড

 কঠিন এই মুহূর্তে ইসরোর পাশেই দাঁড়িয়েছে বলিউড।

Updated By: Sep 7, 2019, 02:20 PM IST
ইসরোর জন্য গর্ব হয়, চন্দ্রযান ৩ এর স্বপ্ন দেখছে বলিউড

নিজস্ব প্রতিবেদন: সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎই তাল কাটলো। শেষ মুহূর্তে গিয়ে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হল ইসরোর সেন্টারের। আবেগ লুকোনোর চেষ্টা করেও পারলেন না ইসরোর চেয়ারম্যান কে শিবন। চন্দ্রযান ২-এর অভিযান সফল করতে কঠোর পরিশ্রম করেছেন, তবে শেষপর্যন্ত সম্ভব হয়নি। তবে কঠিন এই মুহূর্তে ইসরোর পাশেই দাঁড়িয়েছে বলিউড। শাহরুখ খান, সোনম কাপুর থেকে ববি দেওল সকলেই টুইট করেছেন। 

ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন, লিখেছেন, গর্ব কখনও বিফল হয় না। ইসরো আমাদের গর্ব।

শাহরুখ লিখেছেন, ''কখনও কখনও আমরা যেটা চাই সেই গন্তব্যে পৌঁছতে পারি না। গুরুত্বপূর্ণ কথা হল আমরা আমরা চেষ্টা করি আর বিশ্বাস রাখি যে আমরা পারবো। তবে আমাদের বর্তমান পরিস্থিতিই আমাদের চূড়ান্ত পরিস্থিতি নয়। সঠিক সময় এলে ঠিক সফল হবো এটাই আমার বিশ্বাস। ইসরোর জন্য আমরা গর্বিত।''  

অক্ষয় লিখেছেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিজ্ঞান কখনও সফল হয় না। কখনও আমরা সফল হই, কখনও আমরা শিখি। ইয়রোর জন্য আমরা গর্বিত, ইসরোকে স্যালুট জানাই, খুব শীঘ্রই আমার চন্দ্রযান থ্রি নিয়ে আবারও উড়বো।

সানি দেওল লিখেছেন, ''সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আশা নয়। ''

ভেঙে পড়েছেন ইসরোর প্রধান কে শিবন। তাঁকে বুকে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থার করা সেই টুইট রিটুইট করে সোনম লিখেছেম উৎসাহজনক। 

ইসরোকে অনেক শুভেচ্ছা, আমাদের দেশ চন্দ্রযান-২ পাঠিয়ে অনেককিছু অর্জন করেছে, তবে এখনও কিছু কাজ বাকি। ভালো কিছু শুধু আসার অপেক্ষা। 

প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীকে কাছে টেনে নিয়েছেন সেই ছবি শেয়ার করে আলি আসগর লিখেছেন, '' এই কাছে টেনে নেওয়ার অর্থ আরও অনেককিছু, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অর্থ আশাহত হওয়া নয়। আমরা ইসরোর জন্য গর্বিত।''

রীতিশ দেশমুখ লিখেছেন, ''আমরা একদিন সফল হবোই। যাঁরা স্বপ্ন দেখতে জানে, তাঁদের জন্যই সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে থাকে। আজ আমারা যেটা অর্জন করেছি, সেটাও কম কিছু নয়। ''

এছাড়াও ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন অনুপম খের, অনুভব সিনহা, মাধবন, আদনান সামি সহ আরও অনেকেই।

শুধু সেলেবরাই নয়, ইসরোর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরাও।

.