Ravi Kishan: কাছের মানুষের মৃত্যু, শোকে ভেঙে পড়েছেন রবি কিষাণ

বেশ অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেতার দাদা। এছাড়াও উচ্চ রক্তচাপ সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন রমেশ। 

Updated By: Mar 30, 2022, 09:56 PM IST
Ravi Kishan: কাছের মানুষের মৃত্যু, শোকে ভেঙে পড়েছেন রবি কিষাণ

নিজস্ব প্রতিবেদন: শোকে ভেঙে পড়েছেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ, জনপ্রিয় ভোজপুরী অভিনেতা রবি কিষাণ(Ravi Kishan)।  শুধু অভিনেতাই নয়, শোকের ছায়া গোটা পরিবারে। কাছের মানুষকে হারিয়েছেন নায়ক। বুধবার টুইটারে সেই দুঃখের সংবাদ সকলের সঙ্গে ভাগ করে নেন রবি। প্রয়াত হয়েছেন রবি কিষাণের দাদা রমেশ শুক্লা কিষাণ। রবি কিষাণের মেজ দাদা ছিলেন রমেশ।  

বেশ অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেতার দাদা। এছাড়াও উচ্চ রক্তচাপ সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন রমেশ। তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমসে। দিল্লিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে বেনারসে। বেনারসে গঙ্গার ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে। 

দাদা মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন সাংসদ। রবি কিষাণ টুইটে লিখেছেন,'খারাপ খবর। আমার বড় ভাই রমেশ শুক্লাজি প্রয়াত হযেছেন। তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। অনেক চেষ্টা করেছি কিন্তু কঠিন রোগ থেকে তাঁকে বাঁচাতে পারিনি। বাবার মৃত্যুর পর দাদার চলে যাওয়া আমার কাছে খুবই দুঃখের। মহাদেব আপনাকে তাঁর পায়ে স্থান দিন, হাজারও প্রণাম, ওম শান্তি।'

আরও পড়ুন:Abhishek Chatterjee Video: সত্যিই কি ছিল মনোমালিন্য! প্রসেনজিতের জনপ্রিয় গানে মঞ্চ মাত করেছিলেন অভিষেক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.