ভারতী, হর্ষের গ্রেফতারি, এবার বিস্ফোরণ ঘটালেন জনি লিভার
মাদক সেবন ছেড়ে দিন বলে আবেদন করে জনি
নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদক মামলায় উঠে আসছে বলিউডের একের পর এক নাম। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুরদের পর ছোট পর্দার জনপ্রিয় জুটির গ্রেফতারিতে ফের জোর শোরগোল শুরু হয়েছে। ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার গ্রেফতারির পর এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা জনি লিভার।
একটি সংবাদমাধ্যমের সামনে সম্প্রতি মুখ খোলেন জনি লিভার। বলিউডের প্রথম সারির কৌতুক শিল্পী বলেন, হর্ষ এবং ভারতী যখন জেল থেকে বাইরে বের হবেন, তখন যেন তাঁরা তাঁদের সহকর্মীদের সঙ্গে কথা বলেন। দুজনের বয়সই কম। এত কম বয়সে যেন তাঁরা মাদকের জালে জড়িয়ে না পড়েন। ভারতী এবং হর্ষের মতো কম বয়সী তারকাদের নাম যখন মাদক সেবনের জন্য সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে, তখন তাঁদের বাড়ির লোকেদের কী অবস্থা হয় ভেবে দেখুন তো বলে মন্তব্য করেন জনি লিভার। পাশাপাশি এবার থেকে মাদক সেবন বন্ধ করে দিন বলেও আর্জি জানান জনি।
আরও পড়ুন : নেহার সংসার পাতানোর কথা শুনেই কি তড়িঘড়ি নিজে বিয়ের সিদ্ধান্ত নেন আদিত্য নারায়ণ?
এই প্রসঙ্গে সঞ্জয় দত্তের উদাহরণ টেনে আনেন জনি লিভার। তিনি বলেন, সঞ্জয় দত্ত নিজের সমস্ত দোষ স্বীকার করে নিয়েছিলেন। গোটা পৃথিবীর মানুষের সামনে সবকিছু স্বীকার করে নেন সঞ্জয়। এর থেকে বড় উদাহরণ আর কী হতে পারে বলে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি দিনের পর দিন ধরে বলিউডের বিভিন্ন কম বয়সী তারকারা যদি মাদকের নেশায় ডুবে থাকেন, তাহলে ইন্ডাস্ট্রি তো খারাপ হয়ে যাবে। এই ইন্ডাস্ট্রির বদনাম হয়ে যাবে বলেও মন্তব্য করেন বলিউডের এই জনপ্রিয় শিল্পী।
সম্প্রতি টেলি তারকা ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার বাড়িতে তল্লাসি শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকে মাদক উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। জিজ্ঞাসাবাদের সময় মাদক সেবেনর কথা স্বীকার করেন তারকা দম্পতি। এরপরই গ্রেফতার করা হয় তাঁদের। বর্তমানে ভারতী এবং হর্ষকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।