Kerala: এরা মানুষ! কিশোরী অ্যাথলিটকে ৫ বছর নাগাড়ে ৬৪ পুরুষের ভোগদখল...

Kerala Horror: এক বা দুজন নয়, ৬৪ বর্বরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৮ বছর বয়সী খেলোয়াড়কে পাঁচ বছরেরও বেশি সময় ধরে লাগাতার যৌন নির্যাতনের শিকার।

Updated By: Jan 11, 2025, 05:15 PM IST
Kerala: এরা মানুষ! কিশোরী অ্যাথলিটকে ৫ বছর নাগাড়ে ৬৪ পুরুষের ভোগদখল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নারকীয়তার চরম সীমা! হাড়হিম ঘটনা কেরালায়। ১৮ বছর বয়সী খেলোয়াড়কে পাঁচ বছরেরও বেশি সময় ধরে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অভিযোগ এক বা দুজনের বিরুদ্ধে ওঠেনি। উঠেছে ৬৪ বর্বরের বিরুদ্ধে।

জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে নাবালিকার কোচ এবং সহ ক্রীড়াকর্মীরা। নির্যাতিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই শুক্রবার পুলিস পাঁচজনকে গ্রেফতার করেছে।

নির্যাতিতা নাবালিকা জানিয়েছেন, তিনি প্রথম যৌন হেনস্থার শিকার হয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে। তাঁর প্রতিবেশী তাঁকে পর্নোগ্রাফি ভিডিয়ো দেখানোর চেষ্টা করে নির্যাতন করে। সেই সময় ঘটনাটি ঘটে, তাঁর বাড়ির কাছে এক নির্জন জায়গায়। এরপর নির্যাতিতাকে ওই অভিযুক্ত প্রতিবেশীর বন্ধুরা ধর্ষণ করে।  

আরও পড়ুন:Gurpreet Gogi: মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতেই পড়ে বিধায়কের দেহ! মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য...

ধর্ষণের ঘটনাটি আলোকপাত হয়, যখন নির্যাতিতা পাথানামথিট্টার শিশুসুরক্ষা কমিটির দ্বারস্থ হয়। তারপর কমিটি পুলিসকে সতর্ক করে। অভিযোগের তদন্তের জন্য পাঠানামথিত্তা জেলা পুলিস প্রধান ভিজি বিনোদকুমার একটি বিশেষ দল গঠন করেছেন। প্রাথমিক তদন্তে, কমপক্ষে ৬৪ জন বর্বরকে হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে ৪০ জনের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে সুবিন, এস সন্দীপ, ভিকে ভিনীথ, কে আনন্দু এবং শ্রীনি নামে পাঁচজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে, নির্যাতিতাকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। যদিও এলাভুমথিট্টা থানা মামলাটি নথিভুক্ত করেছে, তবে অভিযুক্তের সংখ্যা বেশি হওয়ায় অন্যান্য স্টেশনের কর্মকর্তারা এটি তদন্ত করবেন।

শিশু সুরক্ষা কর্মকর্তা ১১ জানুয়ারি নির্যাতিতার সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। CWC নির্যাতিতা অ্যাথলিটের মানসিক সুস্থতা এবং গোপনীয়তাকেও অগ্রাধিকার দিয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় কাউন্সেলিং পরিষেবার ব্যবস্থা করছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.