জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুর ও গানে ফিরে দেখা বাংলার স্বর্ণযুগ
রবীন্দ্রপরবর্তী যুগে বাংলা গানের স্বর্ণযুগের সৃজন যাঁর হাতে, সেই মানুষটি আজ তাঁর সৃষ্টিকে ফেলে রেখে পাড়ি দিয়েছেন সুরলোকে। তবে তাঁর সৃষ্টি অমর, চিরস্মরণীয়।
নিজস্ব প্রতিবেদন: তিনি আর নেই। বিশ্বাস করতে কষ্ট হলেও বৃহস্পতিবার সকালে এই কঠিন সত্যিটাই শুনতেই হল। সঙ্গীতপ্রেমী বাঙালির কাছে এদিনের সকালটা তাই যেন রাতের চেয়েও অন্ধকার। কিংবদন্তী শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সঙ্গীতজগতে তৈরি হয়েছে একরাশ শূন্যতা। রবীন্দ্রপরবর্তী যুগে বাংলা গানের স্বর্ণযুগের সৃজন যাঁর হাতে, সেই মানুষটি আজ তাঁর সৃষ্টিকে ফেলে রেখে পাড়ি দিয়েছেন সুরলোকে। তবে তাঁর সৃষ্টি অমর, চিরস্মরণীয়।
জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরের কারিকুরি, সহজ চলন, শব্দের কারুকাজ বাংলা গানকে সম্বৃদ্ধ করেছিল। রাবীন্দ্রিক গণ্ডি থেকে বেরিয়েও বাংলা গানকে কীভাবে নতুন পথে চালিত করা যায় সে পথ জানতেন। তাইতো বিশ শতকের তিনি সৃষ্টি করেছিলেন, ''এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার'', ''কেউ বলে ফাগুন, কেউ বলে পলাশের মাস'', আহা ভালোবেসে এই বুঝেছি'', ''ও সাজন হায় তোমার মতো সুজন কজন আছে'' মতো গান।
জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বিশ শতকের সেই অমর সৃষ্টির স্মৃতি রোমান্থনে সামিল আমরাও...
আরও পড়ুন-প্রয়াত জটিলেশ্বর মুখোপাধ্যায়