অস্কারের দৌড়ে সামিল বাঙালির 'রক্তকরবী'
রাজকুমার রাও অভিনীত 'নিউটন' ছিটকে গেলেও ভারতীয় ছবির অস্কার জেতার আশা এখনও জিইয়ে রেখেছেন বাঙালি পরিচালক। অমিতাভ ভট্টাচার্যের ছবি 'রক্তকরবী'র হাত ধরে ফের একবার অস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয়রা। সেরা বিদেশি ভাষার ছবির দৌড়ে নিউটনকে পাঠানো হয়েছিল ভারতের তরফেই। তবে তা দৌড় থেকে ছিটকে যাওয়াতে আশাহতই হয়েছিল ভারতীয় সিনেমাপ্রামীরা। তবে 'রক্তকরবী'র নিজের দক্ষতাতেই সে জায়গা করে নিয়েছে। আর বৃহস্পতিবার আকষ্মিক ভাবেই এসেছে এই সুখবর।
নিজস্ব প্রতিবেদন : রাজকুমার রাও অভিনীত 'নিউটন' ছিটকে গেলেও ভারতীয় ছবির অস্কার জেতার আশা এখনও জিইয়ে রইল বাংলা ছবির হাত ধরে। পরিচালক অমিতাভ ভট্টাচার্যের ছবি 'রক্তকরবী'র হাত ধরে ফের একবার অস্কার জেতার স্বপ্ন দেখছে গোটা দেশ। সেরা বিদেশি ভাষার ছবির দৌড়ে ভারেতর আনুষ্ঠানিক প্রতিনিধি নিউটন বাদ পড়ায় আশাহত হয়েছিল ভারতীয় সিনেমাপ্রেমিরা। তবে 'রক্তকরবী'র নিজের দক্ষতাতেই মনোনয়ন জোগাড় করে নিয়েছে। বৃহস্পতিবার আকষ্মিকভাবেই এসেছে এই সুখবর।
তবে লড়াইটা সহজ নয়, আগামী বছর সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে রয়েছে মোট ৩৪১ টি সিনেমা। যার মধ্যে রয়েছে 'কল মি বাই ইউর নেম', 'ডার্কেস্ট আওয়ার', 'রেসিডেন্ট ইভিল:দ্যা ফাইনাল চ্যাপ্টার', সহ একাধিক বিদেশি ছবি।
'রক্তকরবী' রেড ওলিয়েন্ডার্স' ছবিটি তৈরি রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক 'রক্তকরবী' অবলন্বনে। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, মুমতাজ সরকারের মতো অভিনেতারা।
প্রসঙ্গত, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ছবির গুণগত মানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে সেক্ষেত্রে রাজকুমার রাও অভিনীত 'নিউটন'-এর বিরুদ্ধে ইরানি ছবিকে নকল করার অভিযোগ উঠেছিল। সেই কারণেই ছবিটি প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায় বলে মনে করা হচ্ছে। এর আগে আমিরের 'লগান', 'গাইড', ' মাদার ইন্ডিয়া' সহ একাধিক সিনেমাকেই অস্কারের দোড়গোড়ায় গিয়েও ফিরে আসতে হয়েছিল। তবে এবার ফের আশা জাগাচ্ছে বাঙালি পরিচালক অমিতাভ ভট্টাচার্যের ছবি 'রক্তকরবী'র অস্কার মনোনয়ন।