ভারতের সর্বকালের সেরা বাণিজ্যিকভাবে সফল ছবি "বাহুবলী ২"

ভারতের সর্বকালের সেরা বাণিজ্যিকভাবে সফল ছবি এস এস রাজমৌলি পরিচালিত "বাহুবলী ২"। মাত্র এক সপ্তাহে  "বাহুবলী ২" সারা দেশে ব্যবসা করেছে ৫৩৪ কোটি টাকা।  ৭ দিনে শুধু হিন্দি ভার্সনই ব্যবসা করেছে ২৪৭ কোটি টাকা।

Updated By: May 6, 2017, 10:19 AM IST
ভারতের সর্বকালের সেরা বাণিজ্যিকভাবে সফল ছবি "বাহুবলী ২"

ওয়েব ডেস্ক : ভারতের সর্বকালের সেরা বাণিজ্যিকভাবে সফল ছবি এস এস রাজমৌলি পরিচালিত "বাহুবলী ২"। মাত্র এক সপ্তাহে  "বাহুবলী ২" সারা দেশে ব্যবসা করেছে ৫৩৪ কোটি টাকা।  ৭ দিনে শুধু হিন্দি ভার্সনই ব্যবসা করেছে ২৪৭ কোটি টাকা।

বক্স অফিস ইন্ডিয়া ডট কমের রিপোর্ট বলছে, প্রথম সপ্তাহের ব্যবসার নিরিখে সলমন খানের 'সুলতান'-এর চেয়ে প্রায় ৩৮ কোটি টাকা বেশি ব্যবসা করেছে প্রভাসের "বাহুবলী ২"। সুলতান ব্যবসা করেছিল ২০৮.৯৯ কোটি টাকা। প্রথম সপ্তাহে যেভাবে "বাহুবলী ২"-র ব্যবসা ঘোড়া ছুটেছে, তা নিচের এই হিসেব দেখলেই পরিষ্কার হয়ে যাবে।

মুম্বই-
বাহুবলী ২ : ৮৫ কোটি
সুলতান : ৬১.৫৯ কোটি

দিল্লি-
বাহুবলী ২ : ৪৫ কোটি
সুলতান : ৪০ কোটি

পঞ্জাব-
বাহুবলী : ২৭.৫০ কোটি
সুলতান : ২১.৯৬ কোটি

সপ্তাহ ঘোরার আগেই বলিউডের এক্সক্লুসিভ ৩০০ কোটির ক্লাবে এখনও পর্যন্ত ঢুকতে পেরেছে ৪টি ছবি। দঙ্গল, পি কে, বজরঙ্গি ভাইজান ও সুলতান। এবার সেই তালিকায় এখন আঞ্চলিক ছবি "বাহুবলী ২"-ও।

আরও পড়ুন, টপলেস আলিয়া! ছবি ভাইরাল

.