Leonel Messi | Argentina: চিরদুঃখি আর্জেন্টিনায় খুশির খোঁজ দিয়েছেন মেসি...
Leonel Messi |Argentina: ভারনা বলেন- 'আমি বিশ্বাস করি আমার টিম জিতবে। ফুটবল আমাদের দেশে সকলেই ভালবাসেন। এই ফুটবলই মনে আনন্দ এনে দিয়েছে। আর মেসি শুধু একজন ভাল ফুটবলারই নন, একজন ভাল মানুষও। তিনি একজন ফুটবলের শিল্পী...'
অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব চলছে। সুদূর আর্জেন্টিনা থেকে নিজের ছবি 'হিটলার্স উইচ' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছেন তিনি। পরিচালক ভারনা মলিনা। ছবি দেখানোর জন্য যেরকম নার্ভাস তিনি একইভাবে তিনি আর্জেন্টিনার জন্যও চিন্তিত। বিকেল চারটেয় নজরুল তীর্থে তাঁর ছবির প্রিমিয়ার। ছবির স্ক্রিনিংয়ের আগে জি ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় পরিচালক। ছবি দেখেই নিজের দলকে সাপোর্ট করতে ছুটবেন তিনি। ব্যাগে করেই জার্সি বইছেন তিনি। LM10 এর জার্সি ব্যাগে তাঁর। এই বছর সকলেই এক্সাইটেড তাঁদের দেশের সকলে।
ভারনা বলেন- 'আমি বিশ্বাস করি আমার টিম জিতবে। ফুটবল আমাদের দেশে সকলেই ভালবাসেন। এই ফুটবলই মনে আনন্দ এনে দিয়েছে। আর মেসি শুধু একজন ভাল ফুটবলারই নন, একজন ভাল মানুষও। তিনি একজন ফুটবলের শিল্পী। আমাদের দেশে সকলেই খুব এখন নিশ্চই সকলেই রাস্তায় চলে এসেছেন। সেলিব্রেট করছেন, গান গাইছেন, বিশেষ করে করোনা আবহের পর সকলেরই খুব মন খারাপ ছিল, অনেকে বাড়ি থেকে বেরোতে পারতেন না, অনেকেই চাকরি হারিয়েছেন। কিন্তু ফাইনালে দলকে পৌঁছে মেসি সকলের মুখে হাসি ফুটিয়েছেন। মেসি একজন ম্যাজিশিয়ান, আর্জেন্টিনায় সকলের কাছে মেসি ভগবান । দল জিতবেই আমরা আত্মবিশ্বাসী।'
আরও পড়ুন- Lionel Messi Net Worth: মেসির একদিনের দাম প্রায় ৩ কোটি টাকা! বাকিটা বুঝে নিন...
ভারনা আরও বলেন-'তিনি একটি বার খুঁজছেন বসে মেসির খেলা দেখবেন বলে। অবশ্যই তাঁর পরনে থাকবে আর্জেটিনার জার্সি। শহরে এসে আন্তরিক মনে হচ্ছে। চারিদিকে নীল-সাদা রঙ। বাড়ির মতোই মনে হচ্ছে। আর্জেন্টিনার পতাকাও রয়েছে বহু জায়গায়। খুব আনন্দ হচ্ছে। কত দূরে থাকি আমরা, তবুও কোথাও গিয়ে আমরা মিলে মিশে এক হয়ে গিয়েছি। তাই মন ছুঁয়ে গিয়েছে।' সবশেষে মেসিকে পর্তুগীজ ভাষায় শুভেচ্ছা জানান তাঁর শুভাকাঙ্খী। গেয়ে ওঠেন ভামোস-ভামোস, আর্জেন্টিনা....ভামোস ভামোস....রা রা রা....