জাহ্নবীর সঙ্গে ডেটের পর ক্যামেরা দেখেই 'লুকিয়ে' পড়লেন শাহিদের ভাই

Updated By: Aug 28, 2017, 01:40 PM IST
জাহ্নবীর সঙ্গে ডেটের পর ক্যামেরা দেখেই 'লুকিয়ে' পড়লেন শাহিদের ভাই

ওয়েব ডেস্ক : করণ জহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে নাকি বলিউডে ডেবিউ করবেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। শ্রীদেবী কন্যাকে নাকি মেগা লঞ্চ করাচ্ছেন করণ। এসবের পাশাপাশি বি টাউনে স্টাইল আইকন হিসেবেও ইতিমধ্যেই বেশ খ্যাতি পেয়েছেন জাহ্নবী। কিন্তু, শ্রীদেবী কন্যাকে নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে বি টাউনে। কখনও তাঁর স্টাইলিশ অবতারের জন্য আবার কখনও বলিউডেরই কোনও নামী অভিনেতার ভাইয়ের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে বলেও খবর ছড়াচ্ছে।

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি জাহ্নবী কাপুরের সঙ্গে নাকি দেখা যাচ্ছে শাহিদ কাপুরের ভাই ঈশান খাটটারকে। অবাক লাগছে শুনে? কিন্তু, বি টাউনে ডেবিউয়ের আগে প্রায়শই নাকি ঈশানের সঙ্গে দেখা যচ্ছে শ্রীদেবী কন্যাকে। এবারও তারা ব্যক্তিক্রম হয়নি।

ব্যান্দ্রায় সম্প্রতি পাপারাতজিদের ক্যামেরায় ধরা পড়েন জাহ্নবী কাপুর। তাঁকে দেখে যখন পাপারাতজিরা এগিয়ে যান, তখন সেখানে দেখা যায় শাহিদ কাপুরের ভাইকেও। কিন্তু, ক্যামেরা দেখেই গাড়ির মধ্যে চলে যান শাহিদের ভাই। কিন্তু, শ্রীদেবী কন্যা পাপারাতজিদের বিমুখ করেননি। ক্যামেরা দেখে সেখানে বেশ ভালভাবেই পোজ দেন তিনি।

.