Aindrila Sharma: বাড়ছে সংকট, নতুন করে রক্তজমাট ঐন্দ্রিলার মস্তিষ্কে

Aindrila Sharma: মঙ্গলবার হাসপাতাল সূত্রে খবর, ‘ঐন্দ্রিলার অবস্থা আগের মতোই সংকটজনক। কাল সন্ধে পর্যন্ত একইরকম ছিল। কাল রাত থেকে প্রেসার ওঠানামা করতে থাকায় ভেন্টিলেশনের প্রেসার বাড়ানো হয়েছে...'

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Nov 15, 2022, 03:36 PM IST
Aindrila Sharma: বাড়ছে সংকট, নতুন করে রক্তজমাট ঐন্দ্রিলার মস্তিষ্কে
ছবি সৌজন্য: ঐন্দ্রিলা ফেসবুক

Aindrila Sharma, মৈত্রেয়ী ভট্টাচার্য: সোমবার সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী লিখেছিলেন যে অমানুষিক লড়াই চালাচ্ছে ঐন্দ্রিলা। সবাইকে ওর সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ করেন সব্যসাচী। তাঁর এই পোস্ট দেখেই চিন্তিত হয়ে পড়ে গোটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনুরাগীরা। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, প্রার্থনায় সকলেই। তাঁকে ব্যক্তিগত ভাবে চেনেন না জানেন না ব্যক্তিরাও এখন ঐন্দ্রিলার সুস্থ হওয়ার অপেক্ষায়। মঙ্গলবার কেমন আছেন অভিনেত্রী। কী বলছেন তাঁর চিকিৎসকেরা?

আরও পড়ুন- Aindrila Sharma-Sabyasachi Chowdhury: ফাইট ঐন্দ্রিলা ফাইট, মিরাকলের প্রার্থনায় সব্যসাচীর পাশে পরমব্রত-সুদীপ্তা

মঙ্গলবার হাসপাতাল সূত্রে খবর, ‘ঐন্দ্রিলার অবস্থা আগের মতোই সংকটজনক। কাল সন্ধে পর্যন্ত একইরকম ছিল। কাল রাত থেকে প্রেসার ওঠানামা করতে থাকায় ভেন্টিলেশনের প্রেসার বাড়ানো হয়েছে। স্ক্যানের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, ঐন্দ্রিলার ব্রেনের যেদিকে সার্জারি হয়েছিল তার উল্টোদিকে ছোট ছোট ক্লট হয়েছে। সেগুলো অপারেশন করা যাবে না। সেগুলো ওষুধের মাধ্যমেই গলিয়ে ফেলার চেষ্টা চলছে। সংক্রমণের কারণে অ্যান্টিবায়োটিক চলছে।’

আরও পড়ুন-Haami 2: শিশুদিবসে বড়পর্দায় হামি ২-এর ট্রেলার লঞ্চ, হাজির প্রসেনজিৎ-মদন থেকে একঝাঁক পড়ুয়া

সোমবার বান্ধবীর জন্য ফেসবুকে লিখেছিলেন সব্যসাচী। তিনি লিখেছেন, ‘কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকলের জন্য প্রার্থনা করুন। সুপার ন্যাচরালের জন্য প্রার্থনা করুন। খারাপ পরিস্থিতিতেও অমানুষিক লড়াই জারি রেখেছে ও।’ সোমবার জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফ থেকে সব্যসাচীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ঐন্দ্রিলা অবশেষে ফিরবেই।’ ১৫ দিন কেটে গেছে জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার।

আরও পড়ুন- Aindrila Sharma-Sabyasachi Chowdhury: ‘অমানুষিক লড়াই করছে ঐন্দ্রিলা,মিরাকল হোক' প্রার্থনা সব্যসাচীর

সোশ্যাল মিডিয়ায় পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, ‘চল আমরা সবাই ছোট মেয়েটির জন্য প্রার্থনা করি। আর তাঁর পার্টনারের জন্যও যে সবসময় অক্লান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু তোমাদের এই যুদ্ধকে স্যালুট জানাই। সব্যসাচী যেভাবে তুমি সর্বদা ওর সঙ্গে আছ, ওর সঙ্গে স্ট্রাগল করছ, যেটা দেখে মনে হয় এখনও ভালোবাসায় ভরসা আছে। আমরাও তোমার মতো মিরাকলের জন্য প্রার্থনা করছি।’অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন, ‘একটাই প্রার্থনা ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে, এবারও যেন সেটার পুনরাবৃত্তি হয়। আর সব্যসাচীকে দেখে অবাক হয়ে যাই। ভগবান আর এদের মতন প্রেমিক বানায় না। নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে এরাই জানে। পাশে দাঁড়াতে এরাই জানে।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘প্রার্থনায় লাভ হয়? আমি জানি না। যদি হয়, তাহলে প্লিজ প্রার্থনা করুন। ঐন্দ্রিলা, সব্যসাচী এই যুদ্ধ জয় করুক। এবার মিরাকল হোক। মিরাকল কি সত্যিই হয়?’

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.