`সাহসী` তথ্যচিত্র নিয়ে বিশ্বের সঙ্গে মেতেছে শহরও

`অ্যাডভ্যাঞ্চারস ইন ওয়াইল্ড ক্যালিফোর্নিয়া` (Adventures in Wild California)। বিশ্বের দু`হাজার আইম্যাক্স প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে গ্রেগ ম্যাকগিলিভ্রে পরিচালিত এই তথ্যচিত্র। ছবিতে ক্যালিফোর্নিয়ার ভৌগোলিক পরিবেশকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় গাছ, অতি আশ্বর্য প্রাণী প্রভৃতির উপস্থিতি, তথ্যচিত্রে আলাদা মাত্রা যোগ করেছে।

Updated By: Jan 23, 2013, 09:24 AM IST

`অ্যাডভ্যাঞ্চারস ইন ওয়াইল্ড ক্যালিফোর্নিয়া` (Adventures in Wild California)। বিশ্বের দু`হাজার আইম্যাক্স প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে গ্রেগ ম্যাকগিলিভ্রে পরিচালিত এই তথ্যচিত্র। ছবিতে ক্যালিফোর্নিয়ার ভৌগোলিক পরিবেশকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় গাছ, অতি আশ্বর্য প্রাণী প্রভৃতির উপস্থিতি, তথ্যচিত্রে আলাদা মাত্রা যোগ করেছে। গোল্ডেন রিল পুরস্কারের জন্য মনোনিত এই ছবিটি।
শহরে মুক্তি পাচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। দর্শকদের জন্য প্রতিদিন ছটি শোয়ের ব্যবস্থা করা হয়েছে। সায়েন্স সিটির অধিকর্তা মনে করেন, এই তথ্যচিত্র দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হবে।

.