খান পরিবারের সম্মান নষ্ট করতে চাইছেন অভিনব? আইনি পদক্ষেপ নিচ্ছেন সলমন, আরবাজরা

স্পষ্ট জানান আরবাজ খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 17, 2020, 06:50 PM IST
খান পরিবারের সম্মান নষ্ট করতে চাইছেন অভিনব? আইনি পদক্ষেপ নিচ্ছেন সলমন, আরবাজরা

নিজস্ব প্রতিবেদন : দাবাং-এর পরিচালক অভিনব সিং কাশ্যপের বিরুদ্ধে এবার মুখ খুললেন আরবাজ খান। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সলমন খানের ভাই আরবাজ জানান, অভিনবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এর আগেও অভিনবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে দাবাং-এর ফ্র্যানচাইজি নিয়ে মতবিরোধের সময়। এবারও খান পরিবারের সম্মান নষ্ট করার অভিযোগেই চলচ্চিত্র পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান আরবাজ খান।

আরও পড়ুন  : সলমনকে বয়কটের ডাক, যা ইচ্ছে করুন অভিনব, ফুঁসে উঠলেন সেলিম খান 

অভিনব কাশ্যপের সঙ্গে সলমন খান-সহ খান পরিবারের মতবিরোধ শুরু হওয়ার পর এ বিষয়ে অনুরাগ কাশ্যপের মতামত জানতে চেয়ে প্রশ্ন ছুড়ে দেন নেটিজেনরা। যার উত্তরে অনুরাগ কাশ্যপ স্পষ্ট জানান, তাঁকে যেন এসব বিষয় থেকে দূরে রাখা হয়।

আরও পড়ুন  : 'আমার গড ফাদার নেই, ওরা ছুড়ে ফেলে দেবে বলিউড থেকে', 'সোনচিড়িয়া' মুক্তির পর ভয় পেয়েছিলেন সুশান্ত

এদিকে সলমন খান-সহ খান পরিবার তাঁর কেরিয়ার ধ্বংস করে দিতে চাইছে বলে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন অভিনব কাশ্যপ। এমনকী সলমনকে বয়কটেরও ডাক দেন তিনি। এরপরই অভিনবের বিরুদ্ধে মুখ খোলেন সলমনের বাবা সেলিম খান। অভিনবের যা ইচ্ছা করতে পারেন। এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করে সময় নষ্ট করতে চান না বলে স্পষ্ট জানান সেলিম খান।

.