মহাভারত পড়ছেন আমির! ব্যাপারটা কী?
মহাভারত বানানোর ইচ্ছা প্রকাশ করেন শাহরুখ, আমির ও পরিচালক রাজামৌলি...
নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের, নভেম্বর মাসের ৭ তারিখ মুক্তি পাওয়ার কথা আমির খানের 'ঠগস অফ হিন্দোস্তান'। তবে এই ছবিটির মুক্তির আগেই কি আরও বড় কোনও প্রজেক্টের কথা ঘোষণা করতে চলছেন আমির? সম্প্রতি বি-টাউনে এই জল্পনাই তুঙ্গে।
বলিউডে 'মহাভারত' বানানোর স্বপ্ন অনেকেরই রয়েছে। একবার খোদ কিং খান নিজের তাঁর মহাভারত বানানোর স্বপ্নের কথা জানিয়েছিলেন। যদিও পরক্ষণেই আবার শাহরুখ স্বীকার করে নেন মহাভারত আমার স্বপ্নের প্রজেক্ট হলেও এটা বানানোর কাজ মোটেও সহজ কাজ নয়। পাশাপাশি মহাভারত বানানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন খোদ 'বাহুবলী' পরিচালক রাজামৌলি। বাহুবলী-২ মুক্তির ঠিক পরপরই রাজামৌলি তাঁর মহাভারত বানানোর ইচ্ছার কথা জানান। এমনকি শোনা যায়, তিনি নাকি মহাভারতে অভিনয় করার জন্য আমিরের সঙ্গে কথাও বলে ফেলেছেন এবং আমিরও নাকি মহাভারতে কাজ করার বিষয়ে উৎসাহ প্রকাশ করেন।
আরও পড়ুন- মেয়ে শ্যাননকে নিয়ে এই সত্যই গোপন করেছিলেন কুমার শানু?
বাহুবলী ২ মুক্তির পর আমির বলেন, '' আমি রাজামৌলির কাজের ভীষণ ভক্ত। যদি তিনি মহাভারত বানাতে চান, তাহলে আমি কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক। কৃষ্ণ বা কর্ণের চরিত্র দুটিই আমার পছন্দের। তবে এই দুটোর মধ্যে বাছতে বললে আমি কৃষ্ণ চরিত্রটিই বেছে নেব। ''
শনিবারই মুম্বই বিমানবন্দরে মহাভারত হাতে ধরা পড়েন আমির। আমিরের হাতে যে বইটি দেখা যায় সেটি হল 'দ্যা মহাভারত অফ ভীষ্ম'। আর এরপরেই বলিউডের সব থেকে কাঙ্খিত প্রজেক্ট মহাভারত তৈরির বিষয়ে জল্পনা শুরু হয়েছে। একসঙ্গে একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। যেমন, আমির কি ইতিমধ্যেই 'মহাভারত' বানানোর তোরজোড় শুরু করে দিয়েছেন? তিনি কি নিজেই 'মহাভারত' বানাচ্ছেন, নাকি এটির নির্মাতা অন্যকেউ, আমির শুধুই অভিনয় করবেন। আমির যদি ছবিতে অভিনয় করেন তাহলে কি তাঁকে পিতামহ ভীষ্মের চরিত্রে দেখা যাবে নাকি অন্য কোনও চরিত্র?
আর ও পড়ুন-মুম্বইয়ে চিকিৎসকের দ্বারস্থ শ্রীদেবী কন্যা, কী হয়েছে জাহ্নবীর?
প্রসঙ্গত, গত মার্চ মাসেই শোনা গিয়েছিল খোদ বিজনেস টাইকুন মুকেশ আম্বানি নাকি আমিরকে মহাভারত বানানোর জন্য ১০০০ কোটি টাকা দিতে রাজি হয়েছেন। যদিও মুকেশ আম্বানি সিনেমা নির্মাণের জন্য নতুন কোনও প্রযোজনা সংস্থা খুলছেন নাকি তাঁর দুই মিডিয়া সংস্থা জিও বা ভায়াকম ১৮-এর ব্র্যান্ডেই এই ছবিটি বানাতে তিনি উৎসাহী, সেকথা অবশ্য স্পষ্ট হয়নি। তবে এটুকি বোঝা গেছে বলিউডে মহাভারত বানাতে উৎসাহী খোদ মুকেশ আম্বানিও।
আরও পড়ুন- দর্শকদের জন্য টান টান উত্তেজনা নিয়ে আসছে বাহুবলী থ্রী