৬৪ তম জাতীয় পুরস্কারের নাম ঘোষণা: সেরা হিন্দি ছবি 'নীরজা', সেরা বাংলা ছবি 'বিসর্জন'

ওয়েব ডেস্ক : ৬৪ তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হল আজ। সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কার জিতল সোনম কাপুর অভিনীত 'নীরজা'। 'নীরজা'র জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডও পেলেন সোনম। সেরা অভিনেতার পুরস্কার পেলেন 'রুস্তম'-এর জন্য অক্ষয় কুমার। সেরা বাংলা ছবি হল কৌশিক গাঙ্গুলী নির্দেশিত 'বিসর্জন'। 'প্রাক্তন' ছবির জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়িকার পুরস্কার ঝুলিতে এল ইমন চক্রবর্তীর। একই ছবির জন্য সেরা গীতিকারের সম্মান পেলেন অনুপম রায়। এবছর বিচারের জন্য জমা পড়েছিল মোট ৩৪৪টি ছবি। সবেচেয়ে 'সিনেমা বান্ধব' রাজ্যের তকমা পেল উত্তরপ্রদেশ।

Updated By: Apr 7, 2017, 01:54 PM IST
৬৪ তম জাতীয় পুরস্কারের নাম ঘোষণা: সেরা হিন্দি ছবি 'নীরজা', সেরা বাংলা ছবি 'বিসর্জন'

ওয়েব ডেস্ক : ৬৪ তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হল আজ। সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কার জিতল সোনম কাপুর অভিনীত 'নীরজা'। 'নীরজা'র জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডও পেলেন সোনম। সেরা অভিনেতার পুরস্কার পেলেন 'রুস্তম'-এর জন্য অক্ষয় কুমার। সেরা বাংলা ছবি হল কৌশিক গাঙ্গুলী নির্দেশিত 'বিসর্জন'। 'প্রাক্তন' ছবির জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়িকার পুরস্কার ঝুলিতে এল ইমন চক্রবর্তীর। একই ছবির জন্য সেরা গীতিকারের সম্মান পেলেন অনুপম রায়। এবছর বিচারের জন্য জমা পড়েছিল মোট ৩৪৪টি ছবি। সবেচেয়ে 'সিনেমা বান্ধব' রাজ্যের তকমা পেল উত্তরপ্রদেশ।

একজনরে তালিকা-
সেরা সমাজধর্মী ছবি- পিঙ্ক
সেরা অভিনেত্রী- সুরভি, মালয়ালাম ছবি 'মিন্নামিনাংগু-দ্যা ফায়ারফ্লাই' এর জন্য
সেরা নায়িকা পার্শ্বচরিত্র- জায়রা ওয়াসিম (দঙ্গল)
সেরা পরিচালক- রাজেশ মাপুষ্কর, ভেন্টিলেটরের জন্য
সেরা প্লেব্যাক গায়ক- সুন্দর আইয়ার
সেরা চিল্ড্রেন্স ফিল্ম- ধনক (হিন্দি)
সেরা ছোট ছবি- আবা
সেরা ভার্চুয়াল এফেক্টস- শিবায়
সেরা অ্যানিমেশন- হাম চিত্র বানাতে হ্যায়
সেরা শিক্ষাধর্মী ধর্মী- দ্যা ওয়াটারফলস
সেরা পরিবেশ ভিত্তিক ছবি- দ্যা টাইগার হু ক্রসড দ্যা লাইন
সেরা তদন্তমূলক ছবি- প্ল্যাসেবো
সেরা বায়োগ্রাফিক্যাল/ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন- জিকর উস পরিভাস কা
সেরা নন-ফিচার ফিল্ম- ফায়ারফ্লাইজ ইন দ্যা অ্যাবিস
সেরা ফিচার ফিল্ম- কাসভ (মারাঠি)
সেরা শিশু শিল্পী : আদিশ প্রবীণ

আরও পড়ুন,এ কেমন দাবি? রুখে দাঁড়ালেন দেশপ্রেমিক আমির খান

.