ফের মৃত্যু, আত্মহত্যা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা
মালাডের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সমীর
নিজস্ব প্রতিবেদন : ফের মৃত্যুর খবর বাকরুদ্ধ গ্ল্যামার জগত। এার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় টেলি অভিনেতা সমীর শর্মা। ইয়ে রিসতা হ্যায় প্যার কে-খ্যাত বছর ৪৪-এর অভিনেতা সমীর শর্মা নিজের মালাডের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন বলে খবর।
জ্যোতি, কাহানি ঘর ঘর কি, লেফ্ট রাইট লেফ্ট, ইস প্যার কো মে ক্যা নাম দু-সহ একাধিক জনপ্রিয় মেগায় অভিনয় করেন সমীর শর্মা। পশ্চিম মালাডে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সমীর শর্মা। তবে কী কারণে সমীর আত্মহত্যা করলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন : 'পার্টির মাঝে দিশার সঙ্গে খারাপ ব্যবহারের পরই সুশান্তকে ফোন', তদন্তে নয়া মোড়!
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পূর্ব মালাডের ওই বাড়ির রান্নাঘরের সিলিং থেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সমীর শর্মা। বুধবার রাতে সমীর শর্মার বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মৃতদেহের অবস্থা দেখে পুলিসের অনুমান, গত ২ দিন আগেই আত্মহত্যা করেন ওই অভিনেতা। টেলি অভিনতার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মালাড পুলিস। তবে তাঁর মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি বলে পুলিসের তরফে জানা যাচ্ছে।
আরও পড়ুন : সুশান্তকে তৈরি করেছে মুম্বই, বিহার এত চিন্তিত কেন অভিনেতাকে নিয়ে? প্রশ্ন শিবসেনার
সম্প্রতি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সমীর শর্মা। তবে চিকিতসার পর বর্তমানে সুস্থ হয়েই শ্যুটিং শুরু করেন। চুপচাপ গোছের এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি কবিতাও লিখতেন। পুনের বাসিন্দা সমীর মুম্বই থেকে মাঝে মধ্যেই তাঁর হোম টাউনে ফিরে যেতেন বলে খবর।
চলতি ফেব্রুয়ারি মাসে মালাডের এই ফ্ল্যাট ভাড়া নেন সমীর। বুধবার রাতে অ্যাপার্টমেন্টে পাহারা দেওয়ার সময় নিরাপত্তা রক্ষীই প্রথম সমীরের মৃতদেহ ঝুলতে দেখেন সিলিং থেকে। এরপরই থানায় খবর দেওয়া হয়।