পোকা ধরা সয়াবিনেই চলছে মিড ডে মিক, তুমুল বিক্ষোভ মগরাহাটের প্রাথমিক শিক্ষা কেন্দ্রে
মিড ডে মিলের সয়াবিনে এবার মিলল পোকা। এমনকি, সেই সয়াবিন দিয়েই রান্না করা তরকারি, খেতেও দিয়ে দেওয়া হল পড়ুয়াদের। এঘটনায় অভিভাবকদের তুমুল বিক্ষোভে আজ উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাটের একটি প্রাথমিক শিক্ষা কেন্দ্র। মিড ডে মিল ইস্যু ঘিরেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে, হাওড়ার ধূলাগড়ের একটি স্কুলও।
ব্যুরো: মিড ডে মিলের সয়াবিনে এবার মিলল পোকা। এমনকি, সেই সয়াবিন দিয়েই রান্না করা তরকারি, খেতেও দিয়ে দেওয়া হল পড়ুয়াদের। এঘটনায় অভিভাবকদের তুমুল বিক্ষোভে আজ উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাটের একটি প্রাথমিক শিক্ষা কেন্দ্র। মিড ডে মিল ইস্যু ঘিরেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে, হাওড়ার ধূলাগড়ের একটি স্কুলও।
দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের বেলেরিয়া প্রাথমিক শিক্ষা কেন্দ্র। অন্যান্য দিনের মতো শুক্রবারও মিড ডে মিল বিলি হয়েছিল এই স্কুলে। পড়ুয়ার সংখ্যা ষাট জন। শিশুরা ওই খাবার বাড়ি নিয়ে যাওয়ার পরই অভিভাবকরা দেখতে পান, সয়াবিনের তরকারিতে থিকথিক করছে পোকা। ক্ষুব্ধ অভিভাবকরা এক জোট হয়ে এরপর স্কুলে পৌছে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় স্কুলে। এতে অনেক সময় অসুস্থও হয়ে পড়েন ছাত্রছাত্রীরা।
বিষয়টি থেকে অবশ্য হাত ধুয়ে ফেলার চেষ্টায় ব্যস্ত স্কুল কর্তৃপক্ষ।
মিড ডে মিল ইস্যু ঘিরেই এদিন উত্তেজনা ছড়ায়, হাওড়ার ধূলাগড় আদর্শ বিদ্যালয়ে। খাবার সরবরাহ নিয়ে দুর্নীতির তদন্ত করতে গিয়ে, উল্টে আক্রান্ত হতে হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে। এমনকি অভিযোগ, বৃহস্পতিবার তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। প্রধান শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে এদিন ঘণ্টা তিনেক পথ অবরোধ করেন পড়ুয়ারা। ভাঙচুর করা হয় পঞ্চায়েত অফিস। বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিসি লাঠিচার্জের অভিযোগ উঠেছে।