জলভাসি হাওড়া, পুজোর বাজারে ফুলের জোগানে প্রভাব পড়ার আশঙ্কা

জলভাসি হাওড়া। ডুবেছে বাগনানের একাধিক ফুলের বাগান। পদ্ম, গাঁদা, জবা, দোপাটি, টগর, বেল গাছ জলের তলায়। বিপুল ক্ষতির মুখে ফুলচাষিরা।

Updated By: Aug 7, 2015, 06:47 PM IST
জলভাসি হাওড়া, পুজোর বাজারে ফুলের জোগানে প্রভাব পড়ার আশঙ্কা

ওয়েব ডেস্ক: জলভাসি হাওড়া। ডুবেছে বাগনানের একাধিক ফুলের বাগান। পদ্ম, গাঁদা, জবা, দোপাটি, টগর, বেল গাছ জলের তলায়। বিপুল ক্ষতির মুখে ফুলচাষিরা।

শুধু আমতা, উদয়নারায়ণপুর বা জগত্‍বল্লভপুর নয়, বন্যায় ভাসছে বাগনানের বিস্তীর্ণ এলাকা। ঘোড়াঘাটা, কাঁটাপুকুর, দেউলটি, ওরফুলি, বাকুড়দার একাধিক ফুলবাগান জলমগ্ন। শুধু হাওড়া, কলকাতাই নয়, বিদেশেও রফতানি হয় এই এলাকার ফুল। ভোরের আলো ফোটার আগেই পৌছে যায় গন্তব্যে। প্রায় হাজার দশেক মানুষ যুক্ত এই পেশায়। তবে প্রাকৃতিক দুর্যোগ ওঁদের প্রায় পথে বসিয়ে দিয়েছে।

প্রভাব পড়বে পুজোর বাজারে। ফুলের জোগান দিতে হিমশিম খাবেন ফুলচাষিরা। কারণ গোড়ায় জল জমে অধিকাংশ গাছই নষ্ট হয়ে গেছে। প্রশাসনের দিকেই তাকিয়ে বিপর্যস্ত চাষিরা। প্রশাসনের তরফে মিলেছে ক্ষতিপূরণের আশ্বাস। আবার কবে নতুন ফুল ফুটবে? হাসি ফুটবে ফুলচাষিদের মুখে?

.