শ্লীলতাহানির জন্য দায়ী মহিলারাও! চিরঞ্জীতের মন্তব্য ঘিরে বিতর্ক

পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের পরই রাজ্যের প্রধান শাসকদলের বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছিল। শুক্রবার বারাসতের শ্লীলতাহানির ঘটনায় তৃণমূল বিধায়ক চিরঞ্জীত চক্রবর্তীর মন্তব্য সেই বিতর্কটাই ফের উসকে দিল। যৌন নিগ্রহের জন্য কার্যত মহিলাদেরই কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, অনেক সময়ই তাঁদের পোশাকের মাপ হয় পুরুষদের মনোরঞ্জনের জন্য।

Updated By: Jul 28, 2012, 04:26 PM IST

পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের পরই রাজ্যের প্রধান শাসকদলের শীর্ষনেতৃত্বের বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছিল জনমানসে। শুক্রবার বারাসতের জোড়া শ্লীলতাহানির ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জীত চক্রবর্তীর মন্তব্য সেই বিতর্কটাই ফের উসকে দিল।
এদিন বারাসত স্টেশনে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা নিয়ে বারাসত থানায় জনা তৃণমূলের অভিনেতা-বিধায়ক। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বলেন, এ ধরণের ঘটনার কার্যকারণ রয়েছে। শুধু তাই নয়, যৌন নিগ্রহের জন্য কার্যত মহিলাদেরই কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, এ ক্ষেত্রে মহিলারাও অনেকটা দায়ী, অনেক সময়ই তাঁদের স্কার্ট সাইজ, পোশাকের মাপ হয় পুরুষদের মনোরঞ্জনের জন্য।
সেই সঙ্গে যৌন নিগ্রহকে নতুন 'কোনও ঘটনা নয়', বলে মন্তব্য করে তিনি বলেন, "বহু প্রাচীন কাল থেকেই এ জিনিস চলে আসছে।" সঙ্গত কারণেই শাসক দলের তারকা-বিধায়কের এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। রাজনৈতিক মহলের পাশাপাশি নাগরিক সমাজের তরফেও চিরঞ্জীতের মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।
রাজীব দাসের হত্যাকাণ্ডের পরও যে উত্তর-চব্বিশ পরগনার জেলা সদরের ছবিটা আদৌ বদলায়নি শুক্রবার রাতেই তা ফের স্পষ্ট হয়ে গেছে। সে দিন বারাসত স্টেশনের সামনে ফের ইভটিজিংয়ের শিকার হন এক দ্বাদশ শ্রেণির ছাত্রী। টিউশন থেকে ফেরার পথে দু-তিনজন দুষ্কৃতী ওই ছাত্রীর পিছু নিয়ে উত্যক্ত করতে থাকে। স্টেশনের কাছে এসে ছাত্রীটি তাঁর বাবাকে ফোন করে। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করায় দুষ্কৃতীরা তাকে পাল্টা মারধর করে।
এরপরই ঘটনাস্থলে উপস্থিত মানুষ দুষ্কৃতীদের ওপর চড়াও হন। তাঁরা রমেশ দাস নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। নিগৃহীত ছাত্রীর বাবা পুলিসে অভিযোগ দায়ের করেন। পুলিস রমেশ দাস ও আরেক অভিযুক্ত শুভঙ্কর দাসকে গ্রেফতার করে। এদিন আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।

অন্যদিকে, শুক্রবার রাতে বারাসতেরই ন'পাড়া এলাকায় ভাড়াটিয়া রবিশঙ্কর রায়চৌধুরীর বিরুদ্ধে বেআইনিভাবে হুকিং করার অভিযোগ তোলায় বাড়িওয়ালা নিরঞ্জন আইচকে মারধর করা হয়। শুধু তাই নয় বাড়িওয়ালার মেয়ে বাবাকে বাঁচাতে এগিয়ে এলে রবিশঙ্কর ও তার সঙ্গীরা দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ।
২০১১-র ফেব্রুয়ারী মাসে বারাসতেই ইজটিজারদের হাত থেকে দিদি রিঙ্কু দাসকে বাঁচাতে গিয়ে খুন হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। এরপর থেকেই মহিলাদের নিরাপত্তার জন্য এলাকায় পুলিস পিকেট বসানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু শুক্রবারের ঘটনা ফের একবার মহিলাদের নিরাপত্তার পাশাপাশি পুলিসের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল।

.