সব ক্ষেত্রে সরকারের সমালোচনা বুদ্ধদেব ভট্টাচার্যের

রাজ্য সরকারের সমালোচনায় আরও সুর চড়াল বিরোধীরা। বুধবার সিপিআইএমের তিন শীর্ষ নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র একযোগে অভিযোগ করেন, রাজ্যে যখন প্রতিদিন কৃষক আত্মহত্যার ঘটনা ঘটছে, তখন সরকার ব্যস্ত উত্সব আর মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে। সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের শেষ দিনে মেদিনীপুর শহরে প্রকাশ্য সমাবেশে এদিন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Updated By: Feb 1, 2012, 06:22 PM IST

রাজ্য সরকারের সমালোচনায় আরও সুর চড়াল বিরোধীরা। বুধবার সিপিআইএমের তিন শীর্ষ নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র একযোগে অভিযোগ করেন, রাজ্যে যখন প্রতিদিন কৃষক আত্মহত্যার ঘটনা ঘটছে, তখন সরকার ব্যস্ত উত্সব আর মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে। সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের শেষ দিনে মেদিনীপুর শহরে প্রকাশ্য সমাবেশে এদিন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বুধবার কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য, চারটি গুরত্বপূর্ণ ক্ষেত্রেই নতুন সরকারের পারফরম্যন্সকে তীব্র সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে  কৃষক আত্মহত্যার ইস্যুতে সমালোচনার সুর ছিল সবচেয়ে তীব্র। মেদিনীপুর শহরে এদিন  দলীয় জনসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সরকার কেন রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান কিনছে না সেই কৈফিয়ত দিতে হবে মুখ্যমন্ত্রীকে। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তীব্র কটাক্ষ করে বলেন, বিভিন্ন একাধিক দফতর নিয়ে সরকার যখন সঙ্কটে, তখন রাজ্যের নতুন সরকার ব্যস্ত রয়েছে উত্সবে।
সম্মেলন শুরুর দিন থেকেই সেখানে উপস্থিত ছিলেন বিমান বসু। বুধবার দলীয় সমাবেশে তিনি বলেন, চটজলদি অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব নয়, সেজন্য পরিকল্পনা করতে হবে। তার জন্যে দলীয় কর্মীদের ব্যাপক আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দেন তিনি। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার ৭০ জন সিপিআইএম নেতা জেলে রয়েছেন। সিপিআইএমের তিন শীর্ষ নেতাকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিমানবাবু। দল যে ওই নেতাদের পাশে রয়েছে, সেকথা জানিয়ে দিয়েছেন নেতারা।

.