অপেক্ষা আর দু'দিন, দক্ষিণবঙ্গে বাসা বাধতে আসছে শীত
এবার পাকাপাকিভাবে শীত আসছে রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ বেশি নামবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
ব্যুরো: এবার পাকাপাকিভাবে শীত আসছে রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ বেশি নামবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
ওই সব জেলায় তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিরও নীচে। শীতের এবারের স্পেল লম্বা হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি মরশুমে শীতলতম নভেম্বর দেখেছে রাজ্য। ভেঙে গেছে নভেম্বরে তাপমাত্রা নামার রেকর্ড। ডিসেম্বরের শুরু থেকেই জাঁকিয়ে পড়বে শীত, ভরসা দিচ্ছে আবহাওয়া দফতর। তামিলনাড়ুতে নিম্নচাপের কারণে গত দুদিন কিছুটা বেড়েছিল তাপমাত্রা। তবে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় কাল থেকে বাড়বে উত্তরে হাওয়ার দাপট।