শুক্রবার থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ
শুক্রবার থেকেই রাজ্যজুড়ে পাওয়া যাবে শীতের আমেজ। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে মেঘ কেটে গিয়ে পরিষ্কার হবে আকাশ। কমবে রাতের তাপমাত্রা। রাতে ও ভোরের দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে। আজ এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কারণ দুর্বল হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা৷ আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে আকাশ৷ ফলে নামবে তাপমাত্রা।
শুক্রবার থেকেই রাজ্যজুড়ে পাওয়া যাবে শীতের আমেজ। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে মেঘ কেটে গিয়ে পরিষ্কার হবে আকাশ। কমবে রাতের তাপমাত্রা। রাতে ও ভোরের দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে। আজ এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কারণ দুর্বল হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা৷ আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে আকাশ৷ ফলে নামবে তাপমাত্রার পারদ৷ শুক্রবারের পর থেকে রাজ্যের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে স্বাভাবিকের মধ্যে৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে ২০ ডিগ্রির নীচে৷ ফলে ভোরবেলা ও রাতে মিলবে শীতের অনুভূতি৷
তবে আবহবিদদের মতে, এখনই রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়ছে না৷ অবশ্য কালীপুজোতে হাল্কা চাদর দিয়ে ঠাকুর দেখতে যাওয়ার মজাটা পাওয়া যেতেই পারে।
এর আগে সকালে আবহাওয়া দফতর জানায় আজ থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ অক্ষরেখা এখন অনেকটাই দুর্বল। ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশের সূর্যের দেখা মিলবে। কেবলমাত্র, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরে মেঘাচ্ছন্ন আকাশের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল থেকে গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। নিম্নচাপ কেটে যাওয়া ঠাণ্ডা উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা নামতে পারে।