আসছে শীত

নীলমের আর্দ্র প্রভাব কাটিয়ে এবার রাজ্যে শীতের হাতছানি। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের সূচক হাজির। দক্ষিণবঙ্গেও শীতের পোশাক নামতে শুরু করেছে। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে মিলবে শীতের আমেজ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ঘূর্ণাবর্ত সরে গিয়ে আগামিকাল থেকে আকাশ পরিষ্কার হবে। দেখা দেবে রোদ্দুর। এরফলে নেমে যাবে রাত ও সকালের তাপমাত্রা।

Updated By: Nov 9, 2012, 10:23 AM IST

নীলমের আর্দ্র প্রভাব কাটিয়ে এবার রাজ্যে শীতের হাতছানি। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের সূচক হাজির। দক্ষিণবঙ্গেও শীতের পোশাক নামতে শুরু করেছে। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে মিলবে শীতের আমেজ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ঘূর্ণাবর্ত সরে গিয়ে আগামিকাল থেকে আকাশ পরিষ্কার হবে। দেখা দেবে রোদ্দুর। এরফলে নেমে যাবে  রাত ও সকালের তাপমাত্রা। 
আগামী ৪৮ ঘন্টায় কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।  

.