যে ৩১টি আসনে ভোট হচ্ছে তাতে লোকসভা ভোটের নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে
যে সব আসনে ভোট হচ্ছে- দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, কেশপুর,শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বরজোড়া, ওন্দা,বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর,আসানসোল দক্ষিণ, কুলটি, বরাবনি
২০১৪ লোকসভা নির্বাচনে
বামফ্রন্ট এগিয়ে ছিল যে কেন্দ্রগুলিতে--জামুড়িয়া, পান্ডবেশ্বর
বিজেপি এগিয়ে ছিল যে কেন্দ্রগুলিতে-আসানসোল (উত্তর), আসানসোল (দক্ষিণ), কুলটি, বারাবনি, রানিগঞ্জ, খড়গপুর সদর।
কংগ্রেস এগিয়ে ছিল যে কেন্দ্রে-সবং
বাকি ২২টি আসনে এগিয়ে ছিল তৃণমূল
----------------
২০১১ বিধানসভা নির্বাচনে এই ৩১টির মধ্যে কে কোন আসনে জিতেছিল
তৃণমূল (১৯টি)- ডেবরা, দাসপুর, ঘাটাল, ছাতনা,বাঁকুড়া, বরজোড়া, ওন্দা,বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখি, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বরাবনি।
বামফ্রন্ট (১০টি)--নারায়ণগড়, কেশপুর, গড়বেতা, দাঁতন, কেশিয়াড়ি, পিংলা, খড়গপুর, চন্দ্রকোনা, পান্ডবেশ্বর, জামুড়িয়া।
কংগ্রেস (২টি)--খড়গপুর সদর, সবং।