গ্রামীণ রাস্তা তৈরিতে সব রেকর্ড ভাঙল রাজ্য সরকার, দাবি পঞ্চায়েত মন্ত্রীর

একশো দিনের কাজে এ রাজ্য এখন দেশের মধ্যে এক নম্বরে। এবার গ্রামের রাস্তা তৈরিতেও সর্বভারতীয় রেকর্ডের দাবিদার পঞ্চায়েত দফতর। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, গ্রামীণ রাস্তা তৈরির ক্ষেত্রে গত চল্লিশ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছেন তাঁরা।

Updated By: Nov 3, 2014, 04:27 PM IST
গ্রামীণ রাস্তা তৈরিতে সব রেকর্ড ভাঙল রাজ্য সরকার, দাবি পঞ্চায়েত মন্ত্রীর

ওয়েব ডেস্ক: একশো দিনের কাজে এ রাজ্য এখন দেশের মধ্যে এক নম্বরে। এবার গ্রামের রাস্তা তৈরিতেও সর্বভারতীয় রেকর্ডের দাবিদার পঞ্চায়েত দফতর। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, গ্রামীণ রাস্তা তৈরির ক্ষেত্রে গত চল্লিশ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছেন তাঁরা।

গত সাড়ে তিন বছরে অন্তত দশবার মন্ত্রী এবং সচিবদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দফতরের কাজের তুলনামূলক পর্যালোচনায় বারবারই প্রথম স্থান পেয়েছে পঞ্চায়েত দফতর। পঞ্চায়েতমন্ত্রীর দাবি, তাঁর দফতরের সাফল্যে এবার জুড়তে চলেছে নতুন পালক।

বিভিন্ন গ্রামীণ প্রকল্পে নহাজার কিলোমিটারের বেশি রাস্তা তৈরির জন্য কেন্দ্র থেকে টাকা পেয়েছিল রাজ্য। এর মধ্যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে তিন হাজার পঞ্চাশ কিলোমিটার, পুরনো রাস্তা সারাইয়ের প্রকল্পে পাঁচ হাজার কিলোমিটার এবং নতুন রাস্তা তৈরির প্রকল্পে ১৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে।  

জানুয়ারি মাসে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত ছহাজার কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

 

.