পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের সাইট হ্যাক হল আবার

আরও একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করল হ্যাকাররা। এবারে তারা হ্যাক করল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের সাইট। এই সাইটটিও হ্যাক করল খানটাস্টিক নামে একটি সংগঠন। সাইটে কুরুচিকর মন্তব্য করা হয়েছে।

Updated By: Nov 14, 2011, 04:05 PM IST

আরও একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করল হ্যাকাররা। এবারে তারা হ্যাক করল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের সাইট। এই সাইটটিও হ্যাক করল খানটাস্টিক নামে একটি সংগঠন। সাইটে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। আজ সকালে বিষয়টি স্বাস্থ্য দফতরের কর্তাদের নজরে এসেছে। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই প্রথম নয়। এর আগেও এই সংস্থা আবহাওয়া দফতরের ওয়েবসাইট হ্যাক করেছিল।

.