রাত পোহালেই শ্যামাপুজো, জেলায় জেলায় চলছে প্রস্তুতি

Updated By: Oct 22, 2014, 09:02 PM IST
রাত পোহালেই শ্যামাপুজো, জেলায় জেলায় চলছে প্রস্তুতি

দোড়গোড়ায় কালীপুজো। নদিয়ার কৃষ্ণনগরের রাধানগর, শক্তিনগরসহ একাধিক এলাকায় চলছে পুজোর উপকরণ তৈরির কাজ। বাড়িতে বাড়িতে চলছে কদমা, বাতাসা, ছাচ তৈরির কাজ। বংশপরম্পরায় এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে এলাকার বেশ কয়েকটি পরিবার। বাজারে চাহিদা থাকলেও এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু জানাচ্ছেন এখন আর তেমন লাভ হয় না। অত্যধিক পরিশ্রমের পাশাপাশি মজুরি না থাকায় নতুন প্রজন্মের অনেকেরই তেমন উত্সাহ নেই এই শিল্পে। এমনটাই জানাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা।

রাত পোহালেই কালীপুজো। রাজ্যের অন্যান্য জেলাগুলির মত মালদাতেও কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে।  অন্যান্য বছরের মত এবছরও কালীপুজোয় মালদার বিশেষ আকর্ষণ ইংরেজবাজার ব্যায়াম সমিতির পুজো।  দুর্গা প্রতিমার মত কালী প্রতিমাও এখানে দশভুজা। শুধু তাই নয়।দেবীর রয়েছে দশটি মাথা ও দশটি পা। পুজোর নিয়মও এখানে আলাদা। গভীর রাতে নয়। চুরাশি বছরের পুরনো এই পুজো হয় চতুর্দশীর দুপুরে।

.