উপনির্বাচনের আগে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার
রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। নির্বাচন কমিশনের কাছে পাঠানো রিপোর্টে দেখা যাচ্ছে, ওই তিন বিধানসভা কেন্দ্র থেকে গত এক মাসে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা প্রায় চব্বিশশো। এছাড়া উদ্ধার হয়েছে বোমা, ডিটোনেটর, অ্যামোনিয়াম নাইট্রেটের মত বিস্ফোরক। অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকায় গ্রেফতার করা হয়েছে প্রায় দু হাজার জনকে।
রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। নির্বাচন কমিশনের কাছে পাঠানো রিপোর্টে দেখা যাচ্ছে, ওই তিন বিধানসভা কেন্দ্র থেকে গত এক মাসে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা প্রায় চব্বিশশো। এছাড়া উদ্ধার হয়েছে বোমা, ডিটোনেটর, অ্যামোনিয়াম নাইট্রেটের মত বিস্ফোরক। অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকায় গ্রেফতার করা হয়েছে প্রায় দু হাজার জনকে।
আগামী তেইশে ফ্রেব্রুয়ারি রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বিঘ্নে নির্বাচন করার লক্ষ্যে গত একমাস ধরে ওই তিন কেন্দ্রে তল্লাসি চালিয়েছে পুলিস। নির্বাচন কমিশনের কাছে পাঠানো রাজ্য পুলিসের ওই রিপোর্টে দেখা যাচ্ছে মালদার ইংরেজবাজার, মুর্শিদাবাদের রেজিনগর এবং বীরভূমের নলহাটি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাইসেন্সড এবং আনলাইসেন্সড আগ্নেয়াস্ত্রের সংখ্যা প্রায় চব্বিশশো। অপরাধমূলক কাজের জন্য একশো সাত ধারায় গ্রেফতার করা হয়েছে প্রায় দু হাজার জনকে।
দেখে নেওয়া যাক তিন জেলা থেকে উদ্ধার হওয়া অস্ত্রের পরিসংখ্যান।
বীরভূমের নলহাটি
আগ্নেয়াস্ত্র - লাইসেন্সড ১৭৯৮ টি
আনলাইসেন্সড ৩৩টি
গুলি- ৫১টি
বোমা- ৭১৫টি
ডিটোনেটর-১০০টি
অ্যামোনিয়াম নাইট্রেট- ৫০০ কেজি
গ্রেফতার ১৩৬২ জন।
জামিন অযোগ্য পরোয়ানা ১১৫৪ টি।
মুর্শিদাবাদের রেজিনগর
আগ্নেয়াস্ত্র লাইসেন্সড - ২০৯ টি
আনলাইসেন্সড - ১৪টি
গুলি-১৯টি
বোমা-১৪৮টি
গ্রেফতার- ৪৪৬জন
জামিন অযোগ্য পরোয়ানা ২২৮টি।
মালদার ইংরেজবাজার
আগ্নেয়াস্ত্র লাইসেন্সড ৩০৫ টি
আনলাইসেন্সড ১৮টি
গুলি-২৬টি
গ্রেফতার-১৪৬ জন
জামিন অযোগ্য পরোয়ানা ২৫২টি।