তৃণমূলের তাণ্ডব এবার রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

তাণ্ডব চালিয়ে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ভেস্তে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে। আজ ওই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক শুরু হওযার কথা ছিল বেলা সাড়ে বারোটা নাগাদ। তার ঠিক আগেই উপাচার্যের ঘরে গিয়ে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি জানান তৃণমূল সমর্থিত সারা বাংলা শিক্ষাবন্ধু সংগঠনের সমর্থকেরা।

Updated By: Feb 19, 2013, 06:20 PM IST

তাণ্ডব চালিয়ে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ভেস্তে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে। আজ ওই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক শুরু হওযার কথা ছিল বেলা সাড়ে বারোটা নাগাদ। তার ঠিক আগেই উপাচার্যের ঘরে গিয়ে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি জানান তৃণমূল সমর্থিত সারা বাংলা শিক্ষাবন্ধু সংগঠনের সমর্থকেরা।
উপাচার্য তাঁদের জানিয়ে দেন, স্থায়ীকরণের ক্ষমতা এক্সিকিউটিভ কাউন্সিলের হাতে নেই। এরপরেই উপাচার্যের ঘরের সামনে বসে পড়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। এর জেরে উপাচার্য আটকা পড়েন তাঁর ঘরের মধ্যেই। ফলে ভেস্তে যায় এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক।

.